দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙে দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তাঁর বলেই রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ তুলে ফিরতে হয়।
শনিবার সন্ধ্যায় আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। কিন্তু ৪.৫ ওভারেই ১৮ রানে প্রথম ধাক্কা খায় তারা। তানজিমের শর্ট বলে হুক করতে গিয়ে গুরবাজ ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলির হাতে সহজ ক্যাচ তুলে দেন। ফলাফল বাংলাদেশ পায় প্রথম উইকেট, ম্যাচে ফিরে আসে নতুন উদ্যমে।
আরো পড়ুন : দ্বিতীয় ওয়ানডে: মোস্তাফিজের এক ওভারে ১৬ রান, ঝড় তুললেন গজনফর ও জাদরান
প্রথম ওয়ানডেতে ২২১ রানে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। তাই শুরু থেকেই বোলাররা ছিলেন আগ্রাসী ছন্দে। তানজিমের প্রাথমিক ব্রেকথ্রু দলকে দিয়েছে আত্মবিশ্বাস, যা পুরো ইনিংসে কাজে লাগাতে চায় টাইগাররা।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বদলে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও লেগস্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে, আফগানিস্তান দলে কোনো পরিবর্তন নেই; সিরিজ জয়ের লক্ষ্যে তারা নেমেছে একই একাদশ নিয়ে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, নানগেয়ালিয়া খারোতি ও বশির আহমেদ।