Saturday, October 25, 2025
Homeগুণী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, সভাপতির উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা

গুণী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, সভাপতির উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ, গুণী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইনছাফুল হক সরকার, কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জাফরুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর বেগম, বলদিয়া ডিগ্রি কলেজের সভাপতি এফএম সাখাওয়াত হোসেন, অভিভাবক সদস্য ও প্রভাষক মোখলেছুর রহমান, বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদুন নুর আকাশ, অভিভাবক আলমগীর হোসেন ও মনছুর আলী প্রমুখ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর বেগম তার বক্তব্যে বলেন,

অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও গুণী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরো পড়ুন : স্বাধীনতার পর বাংলাদেশে তিনবার গণভোট

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রয়াত শিক্ষক-কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রায় ৯০০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ