গুগল এডমোব থেকে আয়

গুগল এডমোব থেকে আয় করার ১০০% সঠিক টিপস ২০২৪ – Make Money With Admob Network

গুগল এডমোব থেকে প্রতি মাসে ১০০ ডলার থেকে ১০০০ ডলার পযন্ত রিয়েল উপায় ইনকাম করতে পারবেন। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন। এডমোব ধরতে গেলে টাকা ক্ষনি। আপনি যত ইচ্ছে এখান থেকে টাকা নিতে পারবেন নিজের কষ্ট দিয়ে।

আজকে আমি গুগল এডমোব থেকে আয় করার গোপন তথ্য গুলো শেয়ার করব। আশা করি এই তথ্য গুলো আপনি জানতে পারলে ১০০% এডমোব থেকে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন সহজে। তাই পোস্টটি সম্পূর্ণ পড়ে নিন কাজে লাগবে।

যারা নতুন আছেন তারা আগে জেনে নিন যে গুগল এডমোব আসলে কি?

Google Admob কি?

Google Admob হল গুগল এর Ads Networks. গুগল এর ১১৩টি প্রোডাক্ট এর মধ্যে একটি। গুগল এডমোব এর মাধ্যমে সকল অ্যাপসের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে। আর এই বিজ্ঞাপন গুলো আমরা আমাদের মোবাইল এপস এর মাধ্যমে প্রচার করে টাকা আয় করতে পারি। আপনি যদি লক্ষ্য করেন প্লে স্টোর থেকে যে সকল এপস ডাউনলোড করে ব্যাবহার করি তখন এপসের মধ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই। তবে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন রয়েছে তার মধ্যে যেসকল এডসে “Ads By Google” লেখা থাকে সেগুলো মূলত গুগল এডমোব এর বিজ্ঞাপন।

Google Admob থেকে কয়টি উপায় আয় করা যায়?

গুগল এডমোব থেকে আপনি ১টি উপায় ইনকাম করতে পারবেন। সেটি হল Mobile Apps এর মাধ্যমে।আর যেটি আমরা ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যাবহার করি সেটা সরাসরি গুগল এডসেন্স এর। এই প্লাটফর্ম আলাদা। তাই আপনি ১টি মাধ্যমেই গুগল এডমোব থেকে আয় করতে পারবেন।

কিভাবে Google Admob ব্যাবহার করবেন?

গুগল এডমোব ব্যবহার করতে আপনাকে প্রথমে একটি Apps তৈরি করে নিতে হবে। আর এই এপস এর মধ্যে আপনি গুগল এডমোব এট বিজ্ঞাপন ব্যাবহার করতে পারবেন। আপনি যেকোন Apps তৈরি করতে পারেন এনড্রোয়েড বা আইফোন।

Apps কি?

অনেকেই জানে না এপস কি? আসলে এপস হল সফটওয়্যার। আমরা মোবাইল ফোন ব্যাবহার করতে যেসকল সফটওয়্যার ব্যাবহার করি সেগুলই অ্যাপস।

কিভাবে Apps বানানো যায়

এপস বানানোর জন্য কয়েকটি মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যাবহার হয় কোডিং করে। আপনি যেকোন এপস তৈরি করতে পারবেন যদি আপনি কোডিং করতে পারেন। অথবা আপনি কোডিং করা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট থেকে এপস বানিয়ে নিতে পারবেন। এছাড়া আপনি Apps কিনতেও পারবেন।

কোডিং করে এপস তৈরি

“Android Studio” এর মধ্যে Coding করে এপস তৈরি করা যায়। তবে এনড্রোয়েড স্টুডিও এর মাধ্যমে এপস তৈরি করা অনেক কঠিন কাজ। তাই আগেই আপনাকে কোডিং করা শিখতে হবে প্রশিক্ষন কেন্দ্র থেকে অথবা আপনি ইউটিউব দেখে দেখে নিজে নিজও শিখতে পারবেন।

কোডিং ছাড়াই এপস তৈরি করার সহজ উপায়

আপনি কোন প্রকার কোডিং করা ছাড়াই বিভিন্ন ধরনের এপস তৈরি করতে পারবেন। তবে এর জন্য আপনাকে ওয়েবসাইট বেছে নিতে হবে। কারন এপস বিল্ড করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এই সকল ওয়েবসাইটে আগেই কোডিং করা থাকে। শুধু আপনাকে গেট গুলো সাজিয়ে নিজের মত করে এপস বানাতে হবে। কিন্তু এটা করতেও আপনাকে প্রশিক্ষন নিতে হবে অথবা আপনি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে নিজেই একা একা শিখে নিতে পারবেন। এর জন্য শুধু আপনাকে সময় দিয়ে অন্যদের টিউটোরিয়াল দেখতে হবে ইউটিউব থেকে।

Admob Apps Buy

আপনি যদি এপস তৈরি না করতে পারেন তাহলে আপনি অনলাইন মার্কেট থেকে এপস কিনে নিতে পারবেন। অনেক জায়গায় এপস পাবেন কিন্তু সব জায়গা থেকে কিনতে যাবেন না তাহলে কিন্তু প্রতারিত হতে পারেন। সোশ্যাল মিডিয়া থেকে কিনবেন না। যদি এপস কিনতে চান তাহলে তাহলে পরিচিত মার্কেটপ্লেস থেকে কিনুন।
যেমন: fiv

অথবা রেডিমেট এপস অথবা এপসের সোস কোডিং কিনতে পারবেন codeconyon সাইট থেকে। তবে এই সকল ওয়েবসাইট থেকে এপস কেনার জন্য বাংলাদেশী পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট দিয়ে কিনতে পারবেন না সরাসরি। এখানে ডলার দিয়ে কিনতে হবে। তাই যদি আপনি যদি কিনতে না পারেন তাহলে আমাদের দিয়ে কিনতে পারবেন বিকাশ, নগদ দিয়ে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার- ০১৭৭৭৮১০২৯৫.

যেসকল অ্যাপসে এডমোব ব্যাবহার করলে কখনই সফল হতে পারবেন না

একসময় সেলফ ক্লিক এপস খুবই বেশি প্রচালিত ছিল। তখন সময় সেল্ফ ক্লিক এপস থেকে ভালো পরিমাণ টাকা আয় করা যেত। তখন যে কেউ শুধু একটা এপস তৈরি করেই বা অন্য কারও থেকে বানিয়ে নিয়ে তাতে বিজ্ঞাপন বসিয়েই কয়েক জনকে দিয়ে কাজ করিয়ে আয় করা যেত। কিন্তু এখন সময় আলাদা সেল্ফ ক্লিক এপস ব্যাবহার করলে আপনি কখনও সফল হতে পারবেন না।

সেল্ফক্লিক অ্যাপস কি?

যে সকল এপসে এডমিন নির্ধারিত সময় বা কয়েকটি এড দেখার পর ক্লিক করতে বলা হয় তাকেই সেল্ফ ক্লিক অ্যাপস বলে।

সেল্ফক্লিক অ্যাপস কত প্রকার

সেল্ফক্লিক অ্যাপস বিভিন্ন প্রকার হতে পারে। যেমন, টাস্ক, স্পীন, বাটনে ক্লিক, অংক করা ইত্যাদি। সহজ ভাবে বলতে গেলে বুঝি যে সকল এপস তৈরি করে পয়েন্ট সিস্টেম বানিয়ে ইউজার দিয়ে কাজ করানোকে সেল্ফক্লিক বলা হয়। আবার এক সময় ছিল নিজে নিজে এডে ক্লিক করে কাজ ও কয়েক জনকে নিয়ে একে অপরের এড দেখা। এই সকল এপস কখনো প্লেস্টোরে পাবলিশ করা হত না। শুধুমাত্র গুগল ড্রাইভ অথবা যেকোনো এসট্রোরেজে অ্যাপসগুলো আপলোড করে ইউজারদের কাছে শেয়ার করা হতো।

কিন্তু বর্তমান সময়ে আপনি যদি এই সকল সেলফি ক্লিক অ্যাপ্সে বিজ্ঞাপন ব্যবহার করতে চান গুগল এডমোবের। তাহলে কখনোই আপনি পেমেন্ট পাবেন না। পেমেন্ট আসার আগেই আপনার google অ্যাডমোব একাউন্ট ডিজেবল হয়ে যাবে। তাই আপনি যদি গুগল এডমোব থেকে সত্যি long time ধরে আজ করে ইনকাম করতে চান তাহলে আপনি যে সকল অ্যাপ তৈরি বা কি নিয়ে ব্যবহার করতে পারেন সে সম্পর্কে নিচে ধারণা দিব। আশা করি আমার এই টিপস থেকে আপনারা অনেক উপকৃত হবেন।

গুগল এডমোব থেকে আয় করার নিয়ম

কোন ধরনের অ্যাপস তৈরি করে গুগল এডমোব থেকে সারাজীবন আয় করতে পারবেন

আপনি যদি গুগল এডমোব থেকে সারা জীবন আয় করতে চান তাহলে আপনাকে এমন অ্যাপস তৈরি করতে হবে যা মানুষের সব সময় প্রয়োজন হবে। আপনি এমন কনটেন্টের অ্যাপ তৈরি করুন যেটা ইউজাররা ব্যবহার করবে তাদের কাজের জন্য। মানুষের প্রতিটা বিষয় চাহিদা রয়েছে। তাই আপনি যদি মনে করেন যে প্লে স্টোরে হাজার হাজার অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর মধ্যে কি আমার এপ কেউ ব্যবহার করবে? এটি যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে রয়েছেন। কারণ প্লে স্টোরে যত নতুন নতুন অ্যাপ্লিকেশন আসবে এগুলো ইউজাররা তত বেশি ব্যবহার করবে। তাই এমন এপ্লিকেশন তৈরি করবেন যেটি ইউজারদের কাজে লাগবে। ইউজাররা আপনার অ্যাপসের মধ্যে আসবে বিজ্ঞাপন দেখার জন্য নয় আপনার এপ্সের মধ্যে থাকা কনটেন্ট এর জন্য।

কোন ধরনের এপস তৈরি করবেন

  • Android Auto
  • Art & Design
  • Augmented reality
  • Auto & Vehicles
  • Beauty
  • Books & Reference
  • Business
  • Comics
  • Communication
  • Dating
  • Education
  • Entertainment
  • Events
  • Finance
  • Food & Drink
  • Games
  • Google Cast
  • Health & Fitness
  • House & Home
  • Kids
  • Libraries & Demo
  • Lifestyle
  • Maps & Navigation
  • Medical
  • Music & Audio
  • News & Magazines
  • Parenting
  • Personalisation
  • Photography
  • Productivity
  • Shopping
  • Social
  • Sports
  • Tools
  • Travel & Local
  • Video Players
  • Video Editing
  • Watch apps
  • Watch faces

আপনি উপরে থাকা যে কোন ক্যাটাগরির একটি অ্যাপস তৈরি করতে পারেন। তবে অ্যাপ তৈরি করার সময় মনে রাখবেন কখনোই পয়েন্ট সিস্টেম এড করবেন না যেটা সেলফ ক্লিক হিসেবে গণ্য হবে।

Apps builder Platform

1. Android Studio
আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। সাধারণত প্লেস্টোরে যত অ্যাপ্লিকেশন আছে তার মধ্য বেশিরভাগ android studio দিয়ে তৈরি করা। আর google এডমোব অ্যান্ড্রয়েড স্টুডিও SDK সাপোর্ট করে। তাই আপনি যদি android studio ব্যবহার করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন তাহলে গুগল অ্যাডমোব এর বিজ্ঞাপন খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এতে আপনার google এডমোব একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে না।

এছাড়া আপনি চাইলে থার্ড পার্টি ব্যবহার করে কোন প্রকার কোডিং ছাড়াই একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এপ্লিকেশন তৈরি করার বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে তার মধ্য থেকে বাছাই করা সেরা কয়েকটি সাইটের তালিকা দেওয়া হল:

2. Kodular
3. Thunkable
4. Android Builder
5. Appybuilder
6. Jotform Apps
7. AppMySite
8. Appy Pie
9. Shoutem
10. BuildFire
11. AppMakr
12. GoodBarber
13. AppMachine
14. iBuildApp
15. Mobile Roadie
16. AppSheet
17. Appery.io
18. BiznessApps
19. Buildbox
20. GameSalad

আপনি এই সকল ওয়েবসাইট থেকে যেকোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন কোন প্রকার কোডিং ছাড়াই। এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি অ্যান্ড্রয়েড, ios, ওয়েব ধরনের এপ্লিকেশন তৈরি করতে পারবেন। তবে কিছু কিছু ওয়েবসাইটে তাদের প্রিমিয়াম ভার্সন রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি ফ্রি এপস থেকে হাই কোয়ালিটি ভাবে আপনার এপ্লিকেশনটিকে সাজিয়ে নিতে পারবেন।

এখন আপনি যদি এটি অ্যাপ্লিকেশন তৈরি করে থাকেন বা আপনি ক্রয় করে থাকেন। তাহলেই আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে admob ads ব্যবহার করতে পারবেন তবে আগেই আপনাকে আপনার অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে পাবলিশ করতে হবে।

এডমোব অ্যাপস গুগল প্লে স্টোরে পাবলিশ

বর্তমানে আপনার এপ্লিকেশনে বিজ্ঞাপন ব্যবহার করতে হলে প্রথমেই আপনাকে গুগল প্লেস্টোরে আপনার অ্যাপ্লিকেশন পাবলিশ করতে হবে। গুগল প্লে স্টোরে পাবলিক ছাড়া আপনি কখনোই আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড রানিং করতে পারবেন না। তাই প্লে স্টোরে পাবলিশ না করা পর্যন্ত আপনার বিজ্ঞাপন শো করবে না।

Admob একাউন্ট খোলার নিয়ম

যদি আপনার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবলিশ করা থাকে তাহলেই আপনি একটি একাউন্ট খুলতে পারবেন। তবে প্লে স্টোরে পাবলিশ করার আগেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেকোনো সময় আপনি এডমোব একাউন্ট খুলতে পারবেন। কিন্তু প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পাবলিক ছাড়া বিজ্ঞাপন শো করাতে পারবেন না।

Google Admob

প্রথমে Admob ক্লিক বা সার্স করুন গুগলে তাহলে ওয়েবসাইট আসবে। এবং আপনাকে প্রথমে একটি একাউন্ট খুলে নিতে হবে। একাউন্ট খোলার জন্য “Get started” ক্লিক করুন এবং আপনার যে জিমেইল একাউন্ট দিয়ে একাউন্ট খুলবেন সেটি সিলেক্ট করুন।

গুগল এডমোব থেকে আয় ২০২৪

পরবর্তী পেজ আসবে সেখানে একটি অপসনে টিক মার্ক দিতে হবে। আপনি যদি এডমোব থেকে সকল নিউজ পেতে চান তাহলে “Yes” আর না পেতে চাইলে “No” যেকোনো একটায় ক্লিক করুন।

তার নিচে আপনি কোন দেশ থেকে একাউন্ট খুলবেন সেই দেশ সিলেক্ট করুন। যে দেশ সিলেক্ট করবেন তার সকল শর্ত দেখাবে যেটি আপনাকে পড়ে নিতে হবে। যদি শর্তগুলো পড়েন তাহলে এডমোব সম্পর্কে ভালো বুঝতে পারবেন।

গুগল এডমোব থেকে আয় নিয়ম

পরবর্তী পেজে আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। যে নাম্বারটি এখানে দিবেন সেই নাম্বারে কোড পাঠাবেন অথবা কল পাঠাবেন। যেটা পাঠাবেন সেটি আপনার ফোনে আসবে। তাই যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারটি আপনার মোবাইল ফোনে থাকা লাগবে। আপনাকে ৬ সংখ্যার একটি কোড দিবে। সেই কোডটি পরবর্তী পেজে দিয়ে সাবমিট করুন।

এবার আপনার একাউন্ট রিভিউতে চলে যাবে গুগলের কাছে। তারা ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট একটিভ করে দিবে। তারপর আপনি আপনার এপ্লিকেশনের জন্য এডস এর রিকোয়েস্ট করতে পারবেন।

তাই এখন আপনার এডমোব একাউন্টে গিয়ে আগে পেমেন্টর সকল তথ্য পূরন করুন। মনে রাখবেন একটি নামে একটি এডমোব একাউন্ট ভেরিফাই করা যায়। তাই যে নাম ও ঠিকানা আগে কখনো ব্যাবহার করনে নাই সেই নাম ও ঠিকানা দিবেন। আর যার নাম দেবেন তার যেন স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড থাকা লাগবে। যা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হতে পারে। তাই আপনি আপনার সকল তথ্য দিয়ে আপনার পেমেন্ট ডিটেলস পূরণ করুন।

২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট একটিভ হয়ে গেলে। আপনার এপ্লিকেশন অ্যাডমব একাউন্টে যুক্ত করতে পারবেন। তাই আমি আগেও বলছি যে আপনার প্লে স্টোরে এপ্লিকেশন টি থাকা লাগবে তাহলেই আপনি খুব সহজে এডমোব থেকে আপনার অ্যাপ্লিকেশন বিজ্ঞাপন পাওয়ার উপযুক্ত হবে।

অনেকেই আছে যারা থার্ড পার্টি ব্যবহার করে বিজ্ঞাপন চালু করে। কিন্তু আপনি কখনই এই ভুল কাজটি করবেন না। অনেকেই আপনাকে এই ধরনের ভুল ধারণা গুলো দিতে পারে অনেক লোভ দেখিয়ে। যদি আপনি এই থার্ড পার্টি ব্যবহার করেন তাহলে একসময় দেখা যাবে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। আবার আপনি বলতে পারেন তাহলে অনেকেই তো ব্যবহার করতেছে থার্ড পার্টি ব্যবহার করে কিন্তু তারা কিভাবে পেমেন্ট পায়। ভাই আপনাকে যে এই সকল টিপস দিবে সে অনেক কিছুই বলে আপনাকে দিবে যে অমুক পেমেন্ট পাইছে তমক পেমেন্ট পাইছে। এটা সম্পূর্ণই ভুল।

তাই আপনি যদি সঠিক উপায় এডমোভ ব্যবহার করে আয় করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবলিশ করা টাকা লাগবে। যদি আপনার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবলিশ থাকে তাহলে আপনি খুব সহজেই এডমোব এর বিজ্ঞাপন চালু করতে পারবেন।

যদি আপনার প্লেস্টোরে কোন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কোন এক মার্কেটপ্লেস থেকে কারো সাহায্যে একটি এপ্লিকেশন তার মাধ্যমে গুগল প্লে স্টোরে পাবলিশ করবেন।

এডমোব কত ডলার হলে পেমেন্ট করে

এডমোব মিনিমাম ১০০ ডলার হলে পেমেন্ট করে।

এডমোব থেকে কোন ব্যাংকে পেমেন্ট করে

বাংলাদেশে অনেক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেয়া যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল:
১. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
২. ডাচ্ বাংলা ব্যাংক (রকেট)

আপনি ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন যে সকল দেখলে আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু ইউটিউবে অধিকাংশ ফেক ভিডিও রয়েছে বা অন্য কোন পথ দেখাবে। কিন্তু আপনি ভুল করে কখনোই তাদের কথা মত কাজ করবেন না। আপনি অ্যাডমব এর সকল রুলস মেনে চললেই আয় করতে পারবেন।

সর্বশেষে: google admob সম্পর্কে আশা করি অনেক কিছু জানতে পেরেছেন আজকের এই পোস্ট থেকে। পরবর্তীতে এডমোব সম্পর্কে আরো সকল তথ্য জানতে চাইলে আমাদের গুগল নিউজ ভালো করে রাখুন এবং কি সম্পর্কে জানতে চান তা কমেন্ট করুন।

গুগল এডমোব থেকে আয়, গুগল এডমোব থেকে আয় ২০২৪, গুগল এডমোব থেকে আয় করার নিয়ম, গুগল এডমোব থেকে আয় করার সহজ উপায়, গুগল এডমোব থেকে আয় করার নিয়ম ২০২৪

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *