Homeটেকগুগলের নতুন এআই Imagen 4: লিখলেই তৈরি হবে বাস্তবধর্মী ছবি

গুগলের নতুন এআই Imagen 4: লিখলেই তৈরি হবে বাস্তবধর্মী ছবি

গুগলের নতুন এআই imagen 4 লিখলেই তৈরি হবে বাস্তবধর্মী ছবি
গুগলের নতুন এআই Imagen 4: লিখলেই তৈরি হবে বাস্তবধর্মী ছবি:গুগল

গুগলের নতুন এআই Imagen 4 যেভাবে ব্যবহার করা যাবে

গুগল আবারও প্রমাণ করল তারা প্রযুক্তির শীর্ষে রয়েছে। নতুন চালু হওয়া ‘ইমেজেন ৪’ নামের এআই মডেলটি এখন মানুষের লেখা থেকে অবিশ্বাস্যরকম নিখুঁত ছবি তৈরি করতে পারছে। শুধু কিছু শব্দ লিখলেই, এক ক্লিকে তৈরি হচ্ছে মানসম্পন্ন ও বাস্তব ঘরানার ছবি।

ইমেজেন ৪ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ছবিতে সূক্ষ্ম বিবরণ ও আলোছায়া আরও নিখুঁতভাবে ফুটে ওঠে। আগের ভার্সনগুলোর তুলনায় এটি অনেক বেশি স্মার্ট এবং রিয়েলিস্টিক ইফেক্ট দিতে সক্ষম। চুল, চোখ, কাপড়ের গঠন বা আবহ—সবই প্রায় বাস্তব মনে হয়।

গুগল জানিয়েছে, তাদের AI Studio প্ল্যাটফর্ম থেকে ইমেজেন ৪ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে সাধারণ ব্যবহারকারী, ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর কিংবা শিক্ষার্থীরাও সহজেই এটি ব্যবহার করতে পারবে।

গুগল তাদের প্রিমিয়াম ইউজারদের জন্য এনেছে ইমেজেন ৪ আলট্রা। এটি তাদের ফ্ল্যাগশিপ মডেল। প্রতিটি ছবি তৈরিতে খরচ হবে মাত্র ৬ সেন্ট, কিন্তু এতে মিলবে সর্বোচ্চ মান ও নির্ভুলতা। বাস্তবের সঙ্গে মিল খোঁজাও কঠিন হয়ে যাবে।

তিনটি দারুণ ফিচার:

✅ টেক্সট-টু-ইমেজ আরও নিখুঁত ও দ্রুত

✅ ফ্রি ও ব্যবহারবান্ধব ইন্টারফেস

✅ বাস্তবধর্মী এবং উচ্চ রেজোলিউশনের ছবি

যারা ইউটিউব থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স কিংবা পোস্টার ডিজাইন করেন, তাদের জন্য ইমেজেন ৪ হতে পারে আদর্শ টুল। সময় ও খরচ বাঁচিয়ে পেশাদার মানের ভিজ্যুয়াল তৈরি সম্ভব হবে কয়েক সেকেন্ডেই।

AI Studio মোবাইল-ফ্রেন্ডলি হওয়ায় ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকেই ছবি তৈরি করতে পারবেন। যাদের পিসি বা ল্যাপটপ নেই, তারাও এই সুবিধা উপভোগ করতে পারবেন মোবাইল ব্রাউজার দিয়েই।

গুগল জানিয়েছে, ভবিষ্যতে এই মডেলে আরও চমকপ্রদ ফিচার যোগ করা হবে। ইমেজেন ৪ শিগগিরই গুগলের Gemini AI প্ল্যাটফর্মে যুক্ত হবে, যেখানে পেইড ইউজাররা পাবেন অতিরিক্ত সুবিধা ও আরও উন্নত মডেল।

আরো পড়ুন:

Tecno Pova 7 Pro: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা আর ১০০ ওয়াট চার্জিং, বাজেট ফোনে ফ্ল্যাগশিপ ফিচার

Tecno Pova 7 Ultra: হাই-স্পিড গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য সেরা বাজেটের ৫জি ফোন

Xiaomi Mix Flip 2: 50MP Leica ক্যামেরা, LTPO AMOLED 120Hz স্ক্রিন এই দামে এমন ফিচার কল্পনাও করেননি

আরও এমন এআই, প্রযুক্তি ও গ্যাজেট সংক্রান্ত আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে যুক্ত থাকুন। চাইলে আপনি চাইলে এই আর্টিকেলের জন্য একটি চিত্র বা থাম্বনেইল ডিজাইন গাইডলাইনও দিতে পারি।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here