গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে কাশিমপুর শ্মশান মন্দিরে। বুধবার বিকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা আংশিক প্রস্তুত ছয়টি প্রতিমা ভেঙে দেয়। স্থানীয়রা জানান, প্রতিমাগুলো তখনো পুরোপুরি প্রস্তুত হয়নি এবং রং করার কাজও শেষ হয়নি। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও পূজা উপলক্ষে প্রতিমা তৈরি হচ্ছিল। দুপুরে বৃষ্টির কারণে কারিগররা কাজ বন্ধ করে চলে গেলে সন্ধ্যায় এসে দেখেন কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কারা এই ভাঙচুর ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরো পড়ুন: দুর্দান্ত স্পিড! নতুন Ducati Diavel V4 RS এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বাইক
মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা এখনো শুরু হয়নি বলে পাহারার ব্যবস্থা করা হয়নি। এছাড়া মন্দিরে সিসিটিভি ক্যামেরাও ছিল না। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মেরামত করে পূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, “বিকেলের দিকে অজ্ঞাত ব্যক্তিরা এসে পাঁচ-ছয়টি প্রতিমা ভেঙে দিয়েছে। বাকি প্রতিমাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন।”
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, “প্রাথমিকভাবে ধারণা করছি চুরি করতে এসে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”