Monday, November 17, 2025
Homeগাজীপুরে তিনটি বাসে আগুন দিয়েছেন

গাজীপুরে তিনটি বাসে আগুন দিয়েছেন

সিটি করপোরেশনের বাসন কাশেমপুর থানা এলাকায় ও শ্রীপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৩ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে। তাই সারা শহরে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও শহরের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফরনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো ঘটে। এই ঘটনায় বাস পুড়ে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার ঘটনা ফায়ার সার্ভিস শোনার পরে সেখানে এসে আগুন নেভায়, কিন্তু যতক্ষণে বাসের আগুন নিভিয়েছে ততক্ষণে বাসগুলো অনেক পুরে গিয়েছে।

আরো পড়ুন: টিভিতে আজকের খেলা – ১২ নভেম্বর ২০২৫

পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায় ভোগরা বাইপাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে ভোর সাড়েচারটার সময় দাড়িয়ে থাকা ভি আই পির একটি বাসে আগুন লাগায়। শ্রীপুরের বেরাইদে চালা এলাকায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ভোর পাঁচটার দিকে আধাঘণ্টা হয়ার সার্ভিস এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগে কালিয়াকোয়েট নবীনগর এলাকায় রাত দুইটার সময় একটি মিনিবাসে আগুনের ঘটনা ঘটে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ