বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুম শুরু হলো চমক দিয়ে। প্রথম ম্যাচেই হেরে বসেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে বসুন্ধরা কিংসও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে, ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে গাজীপুরে।
কিংসের অপ্রত্যাশিত ড্র
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুরুটা দুর্দান্তই ছিল বসুন্ধরা কিংসের। মাত্র ১৩ মিনিটেই দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির ঠিক আগে ফয়সাল আহমেদ ব্যবধান দ্বিগুণ করলে মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে কিংস।
কিন্তু ৫৯ মিনিটে হঠাৎই নাটকীয়তা। ডি-বক্সে সোহেল রানার ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে গোল করেন পিডব্লিউডির উজবেক স্ট্রাইকার আকোবির তুরাইভ। সেই গোলের পর কিংস আক্রমণ বাড়ালেও বিপরীতে রক্ষণে দুর্বলতা প্রকাশ পায়। ৭২ মিনিটে আরমান ফয়সালের গোলে সমতায় ফেরে নবাগত পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। শেষদিকে একের পর এক আক্রমণ করেও আর গোল খুঁজে পায়নি কিংস।
মোহামেডানের হতাশা
কিংস অ্যারেনায় দিনটা আরও খারাপ কাটে মোহামেডানের। প্রথমার্ধেই অন্তত চারবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আলফাজ আহমেদের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমরের সামনে অসহায় হয়ে পড়ে মোহামেডান রক্ষণ। ৬১ ও ৭৯ মিনিটে তাঁর দুটি গোলেই ম্যাচ হেরে বসে সাদা-কালো জার্সিধারীরা।
দিনের অন্য ম্যাচ
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১–০ গোলে জয় তুলে নেয় পুলিশ এফসি।
পয়েন্ট টেবিলের চিত্র
প্রথম রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফর্টিস। সমান ৩ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে পুলিশ এফসি। কিংস, আবাহনী, পিডব্লিউডি, রহমতগঞ্জ, আরামবাগ ও ফকিরেরপুল পেয়েছে একটি করে পয়েন্ট। আর হতাশ মোহামেডান এখনো শূন্য হাতে।
আরো পড়ুন : পাকিস্তান দল শিরোপার স্বপ্ন নিয়ে অনুশীলনে।
সামনে কী?
জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই ক্যাম্পের জন্য লিগে ২২ দিনের বিরতি। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের লড়াই।