খাগড়াছড়িতে তিনটি পাহাড়ি সংগঠনের ডাকা সড়ক অবরোধ আজ সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে। অবরোধের ফলে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল উল্লেখযোগ্যভাবে সীমিত হয়েছে। অবরোধের সমর্থনে টায়ার জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলার মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা।
সড়ক অবরোধের পেছনের কারণ
মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গত ৭ সেপ্টেম্বর ছয়জন সন্ত্রাসী গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এই ঘটনার প্রতিবাদ ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং নারী আত্মরক্ষা কমিটি এ আধা-বেলা সড়ক অবরোধের ডাক দেয়।
সকাল ছয়টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা, পেরাছড়া ও টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলার মাধ্যমে সড়ক অবরোধ করা হয়েছে। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতাগুলো সরিয়ে দেয়। এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা এবং মানিকছড়ি এলাকায়ও পিকেটিং করে অবরোধকারীরা।
আরো পড়ুন: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে হরতাল চলছে
অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। অটোরিকশাসহ ছোট যানবাহন কিছু অংশে চললেও সংখ্যা কম। পানছড়ি স্টেশনে উপস্থিত যাত্রী সুনীল বিকাশ চাকমা জানান, অবরোধ শেষ হলে তিনি গন্তব্যের উদ্দেশে রওনা দেবেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, “রাস্তায় কয়েকটি টায়ার পোড়ানো হয়েছে। এর বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
অবশ্য, স্থানীয় ও জাতীয় পর্যায়ের তিনটি সংগঠন জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।