Friday, September 26, 2025
Homeখরচ কমাতে গুগলের নতুন পদক্ষেপ: বন্ধ হচ্ছে FT সাবস্ক্রিপশন

খরচ কমাতে গুগলের নতুন পদক্ষেপ: বন্ধ হচ্ছে FT সাবস্ক্রিপশন

ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে গুগল তাদের করপোরেট স্তরের Financial Times (FT) সাবস্ক্রিপশন বাতিল করছে। কেবল এই সাবস্ক্রিপশনই নয়, আরও বেশ কিছু প্রিমিয়াম মিডিয়া সাবস্ক্রিপশনও বাদ দেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে। যদিও প্রতিষ্ঠানটি চলতি বছরে শক্তিশালী আয় দেখিয়েছে, তবুও ব্যয় কমানোর নীতিতে কঠোর হচ্ছে সার্চ জায়ান্ট।

ব্যবস্থাপনা কাঠামোতে কাটছাঁট

২০২৫ সালের শুরু থেকেই গুগল ব্যয় সংকোচন প্রক্রিয়া চালু করেছে। ইতিমধ্যে ছোট টিমের (তিন বা তার কম সদস্যবিশিষ্ট) ৩৫ শতাংশ ম্যানেজার বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে কর্মীদের জন্য স্বেচ্ছা অবসরের প্রস্তাব দেওয়া হয়েছে। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (CFO) আনাত আশকেনাজি গত বছরই ইঙ্গিত দিয়েছিলেন, খরচ কমানোর প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হবে।

প্রকাশকদের সঙ্গে টানাপোড়েন

এই পদক্ষেপের সময়টিই প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে গুগলের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। Digital Content Next-এর আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে থেকে জুনের মধ্যে প্রকাশকদের জন্য গুগল সার্চ থেকে আসা রেফারেল ট্রাফিক ১০ শতাংশ কমেছে। নন-নিউজ ব্র্যান্ডগুলোতে এই হার ছিল আরও বেশি, প্রায় ১৪ শতাংশ।

আরো পড়ুন: DJI Osmo Nano: উন্মোচনের আগেই ফাঁস হলো স্পেসিফিকেশন

বড় মিডিয়ার বড় ক্ষতি

প্রতিষ্ঠিত মিডিয়া আউটলেট যেমন সিএনএন, বিজনেস ইনসাইডার এবং হাফপোস্ট আরও বড় ধাক্কা খেয়েছে। SimilarWeb-এর তথ্যানুযায়ী, এদের ট্রাফিক যথাক্রমে ৩০%, ৪০% ও ৪০% হ্রাস পেয়েছে। গবেষণা প্রতিষ্ঠান Pew Research জানিয়েছে, গুগলের AI Overviews ফিচারের কারণে বাইরের ওয়েবসাইটে ক্লিকের হার প্রায় ৫৬% থেকে ৬৯% পর্যন্ত কমে গেছে।

সমালোচনার মুখে গুগল

প্রকাশকরা অভিযোগ করছেন, গুগলের এআই সারাংশ (AI Overviews) ব্যবহারকারীদের সার্চ পেজেই উত্তর দিয়ে দিচ্ছে, ফলে বাইরের সাইটে ক্লিক না করেই তারা তথ্য পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ডিজিটাল ও প্রিন্ট প্রকাশনা সংস্থা পিপল ইনক.-এর সিইও নিল ভোগেল সরাসরি গুগলকে “খারাপ খেলোয়াড়” আখ্যা দিয়েছেন। অন্যদিকে Digital Content Next-এর সিইও জেসন কিন্ট এক নিবন্ধে লিখেছেন, গুগলের এআই ফিচার একটি “জিরো-ক্লিক পরিবেশ” তৈরি করছে, যেখানে সব ট্রাফিক থেমে যাচ্ছে গুগলের মধ্যেই।

সামনে কী অপেক্ষা করছে

যদিও গুগল ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ৯৬.৪ বিলিয়ন ডলার আয় করেছে, তারপরও প্রতিষ্ঠানটির খরচ কমানোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, FT সাবস্ক্রিপশন বন্ধ করা হয়তো আর্থিকভাবে খুব বড় সাশ্রয় আনবে না, তবে এটি প্রতীকীভাবে গুগলের ব্যয় সংকোচন নীতির ধারাবাহিকতা প্রকাশ করছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ