Thursday, November 20, 2025
Homeকোন ক্যারেটের সোনা দিয়ে গয়না বানানো সবথেকে ভালো

কোন ক্যারেটের সোনা দিয়ে গয়না বানানো সবথেকে ভালো

সোনা এমন একটি ধাতু যা শুভ মনে করেন অনেকে। সোনা নাকি ঘরে থাকলেও ভালো হয়। সোনার গয়না ছেলে মেয়ে সবাই পড়ে। অনেকে সোনার গহনা বানানোর আগে ভাবেন কত ক্যারেট স্বর্ণ দিয়ে সোনার গহনা তৈরি করবো।

২৪ ক্যারেট সোনা: ২৪ ক্যারেট সোনাকে বিশুদ্ধ সোনা বলা হয়। ২৪ ক্যারেট সোনা বিনিয়োগের জন্য সবথেকে ভালো। ২৪ ক্যারেট দিয়ে সোনার গয়না তৈরি করলে তা খুবই নরম হয়। যা ব্যবহারের যোগ্য নয়। সোনার কয়েন, সোনার বিস্কুট কিনে রাখলে দাম বাড়লে আবার বিক্রি করতে পারেন। এতে ভালো অনেক লাভ হয়।

২২ ক্যারেট সোনা: ২২ ক্যারেট সোনায় প্রায় ৯১.৬% খাঁটি সোনা ও বাকি অংশে অন্যান্য ধাতু থাকে। যার ফলে এই সোনার দিয়ে গয়না তৈরি করলে তা শক্ত হয়। আর অন্যান্য ক্যারেটের সোনা দিয়ে যদি গয়না তৈরি করেন তা থেকে এই ক্যারেটের গয়না দেখতে ভালো দেখায়। আর তা বিক্রি করতে গেলেও বেশি দাম পাওয়া যায়।

২১ ক্যারেট সোনা: এই সোনায়  ৮৭.৫% খাঁটি সোনা থাকে। বাকি টুকু অন্যান্য ধাতু থাকে। ২২ ক্যারেট সোনার থেকে ২১ ক্যারেট সোনা বেশি শক্ত হয়। কিন্তু এই সোনার গয়না বিক্রি করতে গেলে বেশি দাম পাওয়া যায় না।

১৮ ক্যারেট সোনা: এই সোনায় প্রায় ৭৫% খাঁটি সোনা থাকে, আর বাকি ২৫% থাকে অন্যান্য ধাতু। ১৮ ক্যারেট দিয়ে সোনার গয়না বানায় যখন আমার সামর্থ্য নেই। তখন আপনি এই ক্যারেট দিয়ে সোনার গহনা গুলো তৈরি করে থাকে।

আরো পড়ুন: আজাকের সোনার দাম

আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন ক্যারেট দিয়ে সোনার গয়না তৈরি করা উচিত। আপনি যদি ঝুকি মুক্ত কোন জায়গায় আপনার টাকা বিনিয়োগ করতে চান। তাহলে সোনা হবে সেরা মাধ্যম। আর যদি সোনার গহনা তৈরি করতে চান? তাহলে আপনি ২২ ক্যারেট সোনা দিয়ে গহনা তৈরি করবেন।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ