Wednesday, October 29, 2025
Homeকুলি বনাম ওয়ার ২: বক্স অফিসে এগিয়ে রজনীকান্তের ‘কুলি’, ২০ কোটির বেশি...

কুলি বনাম ওয়ার ২: বক্স অফিসে এগিয়ে রজনীকান্তের ‘কুলি’, ২০ কোটির বেশি পিছিয়ে ‘ওয়ার ২’

স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া দুই বড় ছবি ‘কুলি’ ও ‘ওয়ার ২’-এর মধ্যে বক্স অফিসে এগিয়ে আছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ‘কুলি’ প্রায় ২১৮ কোটি রুপি আয় করেছে, যেখানে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’-এর আয় দাঁড়িয়েছে প্রায় ১৯৫ কোটি রুপি।

‘কুলি’ বক্স অফিসে ছাপিয়ে গেল ‘ওয়ার ২’

লোকেশ কানাগারাজ পরিচালিত রজনীকান্তের কুলি প্রথম দিন থেকেই দর্শক টেনে আনছে হলে। যদিও ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবু তামিল সুপারস্টারের জনপ্রিয়তা আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সপ্তম দিনে (২০ আগস্ট) শুধু ভারতীয় বাজারেই ছবিটি ১.৯ কোটি রুপি আয় করেছে। এ নিয়ে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২১৭.৯১ কোটি রুপি।

কুলি বনাম ওয়ার ২ বক্স অফিসে এগিয়ে রজনীকান্তের ‘কুলি ২০ কোটির বেশি পিছিয়ে ‘ওয়ার ২ 3
ছবি: ভিডিও স্কিনশট

হৃতিক-জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ কিছুটা পিছিয়ে

বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ওয়ার ২। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর তারকাখ্যাতি সত্ত্বেও এবং ব্যাপক প্রচারণা চালানো হলেও ছবিটি বক্স অফিসে রজনীকান্তের সঙ্গে পাল্লা দিতে পারেনি। সপ্তম দিনে আয় হয়েছে ১.৫১ কোটি রুপি, মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৫.০১ কোটি রুপি। তবে ধারণা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই ছবিটি ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে।

আরো পড়ুন:

World of Thama: আয়ুষ্মান-রশ্মিকার রক্তাক্ত প্রেমকাহিনি, নওয়াজউদ্দিন ভিলেনে – টিজার প্রকাশে উদ্দীপনা

দিনভিত্তিক আয়ের হিসাব

‘কুলি’ (মোট: ২১৭.৯১ কোটি রুপি)

  • প্রথম দিন: ৬৫ কোটি
  • দ্বিতীয় দিন: ৫৪.৭৫ কোটি
  • তৃতীয় দিন: ৩৯.৫ কোটি
  • চতুর্থ দিন: ৩৫.২৫ কোটি
  • পঞ্চম দিন: ১২ কোটি
  • ষষ্ঠ দিন: ৯.৫১ কোটি
  • সপ্তম দিন: ১.৯ কোটি

‘ওয়ার ২’ (মোট: ১৯৫.০১ কোটি রুপি)

  • প্রথম দিন: ৫২ কোটি
  • দ্বিতীয় দিন: ৫৭.৮৫ কোটি
  • তৃতীয় দিন: ৩৩.২৫ কোটি
  • চতুর্থ দিন: ৩২.৬৫ কোটি
  • পঞ্চম দিন: ৮.৭৫ কোটি
  • ষষ্ঠ দিন: ৯ কোটি
  • সপ্তম দিন: ১.৫১ কোটি

কুলি

রজনীকান্ত ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন নাগার্জুনা, সত্যরাজ, শ্রুতি হাসান, উপেন্দ্র রাও ও সৌবিন শাহির। অতিথি চরিত্রে দেখা গেছে আমির খান ও পূজা হেগড়েকে।

কুলি বনাম ওয়ার ২ বক্স অফিসে এগিয়ে রজনীকান্তের ‘কুলি ২০ কোটির বেশি পিছিয়ে ‘ওয়ার ২ 1
ছবি: ভিডিও স্কিনশট

ওয়ার ২

অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার ২-এ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের পাশাপাশি কিয়ারা আডভানি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন আশুতোষ রানা ও অনিল কাপুর। এটি ইয়াশ রাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্স সিরিজের ষষ্ঠ কিস্তি।

সূত্র

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ