Wednesday, September 17, 2025
Homeকুনিকার মন্তব্য ঘিরে বিতর্ক, কুমার শানুর ছেলের হুঁশিয়ারি

কুনিকার মন্তব্য ঘিরে বিতর্ক, কুমার শানুর ছেলের হুঁশিয়ারি

‘অনেক সত্যি ফাঁস হয়ে যাবে’ কুনিকার মন্তব্যে জান কুমার শানুর হুঁশিয়ারি

‘বিগ বস ১৯’-এ অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ। তবে শোতে প্রবেশের পরপরই পুরোনো এক সাক্ষাৎকার ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। প্রায় আট মাস আগে দেওয়া সেই সাক্ষাৎকারে কুনিকা দাবি করেছিলেন, বলিউডে ধর্ষণ বলে কিছু নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, নারীরাও কাজ পাওয়ার সময় প্রযোজক বা পরিচালকদের কাছে কোনো না কোনোভাবে ‘ইঙ্গিত’ দেন।

কুনিকার এই মন্তব্যকে অনেকেই দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি ঘিরে গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুও কঠোর প্রতিক্রিয়া দেখান। কুনিকার সঙ্গে তাঁর বাবার অতীত সম্পর্ক টেনে তিনি বলেন, “মুখ বেশি খোলার দরকার নেই, নইলে অনেক সত্যি ফাঁস হয়ে যাবে।” এ বক্তব্যে বিতর্ক আরও বেড়ে যায় এবং কুনিকার অবস্থান নিয়ে দর্শকদের নজরদারি তীব্র হয়।

কুনিকার মন্তব্যে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, প্রকৃত ভুক্তভোগীদের সংগ্রামকে ছোট করে দেখা হয়েছে। যৌন হেনস্থার বাস্তবতা অস্বীকার করার অভিযোগও তুলেছেন অনেকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কুনিকার দেওয়া উদাহরণগুলো দর্শকদের কাছে অসংবেদনশীল বলে প্রতীয়মান হয়েছে।

প্রসঙ্গত, কুনিকা একসময় গায়ক কুমার শানুর সঙ্গে ছয় বছরের সম্পর্কে ছিলেন, সেই সময় শানু ছিলেন বিবাহিত। এ ইতিহাস টেনে আনেন শানুর ছেলে জান কুমার শানু। ইনস্টাগ্রামে তিনি সরাসরি লিখেছেন, “এটাই তিনি সারা জীবন করেছেন। বিবাহিত পুরুষদের সঙ্গেও, আর যাকেই পারতেন, তার সঙ্গেই।”

এদিকে, কুনিকার এ মন্তব্যের পর দর্শকদের চোখ এখন ‘বিগ বস ১৯’-এর ঘরের দিকে। অনেকেই অপেক্ষা করছেন তিনি এই বিতর্কের জবাব শো-এর ভেতরেই দেবেন, নাকি বাইরে এসে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

আরো পড়ুন: কিংবদন্তি নায়ক আলমগীরের নামে ভুয়া ফেসবুক পেজ সতর্ক করলেন আঁখি

নব্বইয়ের দশকে কুনিকা ছোটপর্দার পরিচিত মুখ ছিলেন। ‘স্বাভিমান’ সিরিয়ালে ১৮ বছরের সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পরে বলিউডে খলনায়িকা ও সাহসী চরিত্রে নিজেকে আলাদা করে তোলেন। ‘বেটা’, ‘গুমরাহ’, ‘খিলাড়ি’র মতো ছবিতে জনপ্রিয়তা পান তিনি। তবে দর্শকের মনে আজও তিনি জায়গা করে আছেন ‘হাম সাথ সাথ হ্যায়’–এর ‘শান্তি’ চরিত্রে। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে ১১০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কুনিকা।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ