Wednesday, September 17, 2025
Homeকিংবদন্তি নায়ক আলমগীরের নামে ভুয়া ফেসবুক পেজ সতর্ক করলেন আঁখি

কিংবদন্তি নায়ক আলমগীরের নামে ভুয়া ফেসবুক পেজ সতর্ক করলেন আঁখি

বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। কিন্তু ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার নামে একাধিক ভুয়া আইডি ও ফ্যান পেজ সক্রিয় রয়েছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছেন তার মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

আঁখি আলমগীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফেসবুকে থাকা “নায়ক আলমগীর ফ্যানস ক্লাব” বা অন্য কোনো পেজের সঙ্গে কিংবদন্তি নায়ক আলমগীরের কোনো সম্পর্ক নেই। এসব ভুয়া আইডি থেকে নানা পোস্ট করা হয়, এমনকি তাকে ট্যাগও করা হয়। তার ভাষায়, বাবার মতো শিল্পীরা প্রচারের ঊর্ধ্বে, তাই ভুয়া পেজ চালিয়ে তাদের সম্মান নষ্ট করা উচিত নয়। তিনি ভক্তদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী রয়েছে। অথচ এই পেজটি একেবারেই ভুয়া—এমন দাবি করেছেন আঁখি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “কার নাম দিয়ে ফ্যান ক্লাব চালাচ্ছেন, তা বুঝে তারপর পোস্ট করুন। তার বিশালতা যদি উপলব্ধি করতে না পারেন, তবে দয়া করে নাম ব্যবহার করবেন না।”

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আঁখি বলেন, “চিত্রনায়ক আলমগীর কোনো ফেসবুক আইডি ব্যবহার করেন না। ভুয়া আইডি কিংবা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।” তিনি আরও জানান, এসব পেজ থেকে নানা বিভ্রান্তিকর পোস্ট করা হয়, যা অনেক সময় তাকে নিয়েও ছড়ানো হয়।

আরো পড়ুন: আলবেনিয়ার চতুর্থ মন্ত্রিসভায় যোগ দিল বিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘দিয়েলা’

আঁখি মনে করেন, কিংবদন্তি শিল্পীদের অন্তত এই ধরনের অপব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি। তার কথায়, “আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি—এরা দীর্ঘদিন কাজ করেছেন। তাদের প্রচারের প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।”

তবে এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন আঁখি। তার ভাষায়, “এ নিয়ে আমাদের সময় নেই। একটা বন্ধ হলেও আবার অন্য পেজ খোলা হয়। তাই অভিযোগ করার বদলে ভক্তদের সচেতন করাই উত্তম মনে করছি।”

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ