
শরিফুল রাজ বা মোশারফ করিম নয় এবার ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ সিনেমায় কালা জাহাঙ্গীর এর চরিত্রে অভিনয় করতে আসছেন শাকিব খান। ছোট পর্দার জনপ্রিয় পরিচালক আবু হায়াত মাহমুদ তার এই সিনেমা নিয়ে আসতে চলেছে ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে। এর আগে শোনা গিয়েছিল কালা জাহাঙ্গীরের চরিত্রে মোশারফ করিম অথবা শরিফুল রাজকে নেয়া হতে পারে। কিন্তু সেই গুঞ্জন সরিয়ে দিয়ে শাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন এমনটি জানিয়েছেন সকল গণমাধ্যম।

সিনেমাটির মূল বিষয় হলো ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড চরিত্র নিয়ে সত্য ঘটনা অবলম্বনে গল্পটির বিষয়। জানা গেছে আবু হায়াত মাহমুদের সাথে লেখক হিসেবে যোগ দিয়েছেন মেজবাহ উদ্দিন সুমন। মেজবাউদ্দিন সুমনের গল্পগুলো একটু অন্যরকম হয়ে থাকে।
কালা জাহাঙ্গীর চরিত্রের জন্য শাকিব খানের সাথে পারিশ্রমিক নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। শাকিব খানের সাথে নায়িকা হিসেবে যোগ দিতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মধুমিতাকে সবাই কুমারী পাখি ঘোষ দস্তিদার নামেই চিনে থাকেন। কারণ তিনি এর আগে “বোঝেনা সে বোঝেনা” সিরিয়ালে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সিরিয়ালের তার নাম ছিল ‘পাখি’।

এই ছবির গল্পে উঠে আসবে ঢাকার অপরাজিত অন্ধকার জগতের একটি চিত্র যেখানে কালা জাহাঙ্গীর থাকবে মূল। ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ সিনেমার ট্যাগলাই হলো – ‘আমি কালা,।
আরো পড়ুন: ‘মা’ মুভির মোট বক্স অফিস কালেকশন ৬ষ্ঠ দিনে: কাজল অভিনীত ৯ম সর্বোচ্চ আয়কারী মুভি হতে যাচ্ছে
সিনেমাটির বিষয়ে পরিচালকের সাথে কথা বলতে চাইলে পরিচালক কথা বলার আগ্রহ দেখাননি বা এ বিষয়টি এড়িয়ে গিয়েছেন।