Saturday, October 18, 2025
Homeকান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিসে ঝড়: ১৫ দিনে আয় ৭০০ কোটির বেশি,...

কান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিসে ঝড়: ১৫ দিনে আয় ৭০০ কোটির বেশি, পেছনে ফেলেছে ‘গদর ২’

দর্শকদের ভালোবাসা ও মুখে মুখে প্রচারণাই যেন নতুন ইতিহাস লিখছে রিশভ শেট্টির কান্তারা চ্যাপ্টার ১ ছবির জন্য। মুক্তির পর মাত্র দুই সপ্তাহে এই কানাড়া ভাষার পিরিয়ড ড্রামাটি বিশ্বব্যাপী আয়ে ৭০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে—যা এখন ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের সেরা ২০ আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

১৫ দিনে আয়ে নতুন রেকর্ড

দুই সপ্তাহ পূর্তিতে শুক্রবার ছবির নির্মাতারা এক্স (পূর্বের টুইটার)-এ একটি পোস্টার প্রকাশ করে জানায়, “একটা ঐশ্বরিক ঝড় বইছে বক্স অফিসে! #KantaraChapter1 বিশ্বব্যাপী আয় করেছে ৭১৭.৫০ কোটি টাকা!”
দেশের অভ্যন্তরে ছবিটি ইতিমধ্যেই ৪৮৫.৪ কোটি টাকা আয় করেছে। যদিও সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমেছিল, আসন্ন দীপাবলি উৎসব ঘিরে আবারও বড়সড় উত্থান আশা করা হচ্ছে।

‘গদর ২’-এর রেকর্ড ভাঙল কান্তারা চ্যাপ্টার ১

রিশভ শেট্টির এই সিনেমা এখন পেছনে ফেলেছে সানি দেওলের ব্লকবাস্টার গদর ২-কে, যার আয় ছিল ৬৯১.০৮ কোটি টাকা। শুধু তাই নয়, এর আগে ছবিটি সালমান খানের সুলতান (৬২৮ কোটি), রাজামৌলির বাহুবলী (৬৫০ কোটি), রজনীকান্তের জেলার (৬০৫ কোটি) ও বিজয়ের লিও (৬০৬ কোটি)-কেও টপকে গেছে।

আরো পড়ুন: ১ ও ২ টাকার কয়েন লেনদেনে অনীহা বেআইনি: বাংলাদেশ ব্যাংক

এখন ছবিটি ধীরে ধীরে এগোচ্ছে ছাভা (৮০৮ কোটি)-এর দিকে। যদি এই গতিই বজায় থাকে, তবে কান্তারা চ্যাপ্টার ১ হয়তো খুব শিগগিরই কাঙ্ক্ষিত ১০০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।

গল্প ও অভিনয়ে প্রশংসার ঝড়

রিশভ শেট্টির লেখা ও পরিচালনায় নির্মিত এই সিনেমাটি ২০২২ সালের কান্তারা-এর প্রিকুয়েল। মূল কাহিনির প্রায় এক হাজার বছর আগের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটি। ছবিতে রিশভের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রুকমিনি বসন্ত, জয়রাম ও গুলশন দেবাইয়া।
চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও ‘কৌন বানেগা ক্রোড়পতি’-তে রিশভ শেট্টির এই সাফল্যের প্রশংসা করে বলেন, “এমন সিনেমা বানানো সত্যিই খুব কঠিন কাজ।”

দ্বিতীয় সপ্তাহ শেষে কান্তারা চ্যাপ্টার ১ এখন ভারতীয় সিনেমার অন্যতম সফল ছবির তালিকায়। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটি অভূতপূর্ব সাড়া ফেলেছে। ট্রেড বিশ্লেষকদের মতে, দীপাবলির ছুটির সপ্তাহ শেষে এই সংখ্যাটা আরও কয়েকশ কোটি বাড়তে পারে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ