Sunday, October 12, 2025
Homeকান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিস কালেকশন ৭৫২ কোটির বেশি, পেছনে ফেললো ‘সাইয়ারা’...

কান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিস কালেকশন ৭৫২ কোটির বেশি, পেছনে ফেললো ‘সাইয়ারা’ ও ‘ধুম’

কান্তারা চ্যাপ্টার ১ বাংলাদেশ টাকা অনুযায়ী ৭৫২ কোটি টাকার বেশি আয় করেছে আজ পর্যন্ত সারা বিশ্বব্যাপী। যা ভারতের রুপি অনুযায়ী ৫৫০ কোটি। এই আয়ের সাথে পেছনে ফেলেছে ‘সাইয়ারা’ ও ‘ধুম ৩’ কে।

রিষভ শেঠি পরিচালিত ‘কান্তারা চ্যাপ্টার ১’ দশ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫৫০ কোটিরও বেশি রুপি। দ্বিতীয় সপ্তাহান্তে রেকর্ড ভাঙা এই সাফল্যে সিনেমাটি এখন ৬০০ কোটির মাইলফলকের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

দ্বিতীয় সপ্তাহে রেকর্ড ভাঙা সাফল্য

‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটি ভারতের অভ্যন্তরীণ আয়েই ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে শনিবারে, যা এর জনপ্রিয়তা ও দর্শক আগ্রহের প্রমাণ। শনিবার একদিনেই ছবিটি আয় করেছে প্রায় ₹৩৭ কোটি, যা আগের দিনের তুলনায় ৬৬% এবং বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭৫% বেশি।

আরো পড়ুন: সাশ্রয়ী মূল্যে বাজারে Samsung Galaxy M17 5G, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০mAh ব্যাটারি সহ

১০ দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ₹৩৯৬.৬৫ কোটি নেট (অর্থাৎ প্রায় ₹৪৭৬ কোটি গ্রস)। এমন গতি বজায় থাকলে দ্বিতীয় রবিবারেও এটি ₹৪০ কোটির বেশি আয় করতে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকরা।

বিশ্বব্যাপী মোট আয় ছুঁলো ₹৫৫০ কোটি

প্রযোজনা প্রতিষ্ঠান হোমবালে ফিল্মস জানিয়েছে, প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল ₹৫০৯ কোটি। ১০ দিন শেষে এ আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ₹৫৯০ কোটি, যদিও ভারতের ট্রেড বিশ্লেষকরা বলছেন প্রকৃত আয় প্রায় ₹৫৬০ কোটি হতে পারে।

যেভাবেই দেখা হোক, সিনেমাটি ইতিমধ্যেই ভারতের সর্বকালের সর্বোচ্চ আয় করা ২৫টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকা থেকে পিছনে ফেলেছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ধুম ৩’—দুটির আয় ছিল প্রায় ₹৫৫৮ কোটি।

দর্শক প্রশংসা ও ভবিষ্যৎ সম্ভাবনা

‘কান্তারা চ্যাপ্টার ১’-এর গল্প, রিষভ শেঠির অভিনয় ও মাটির গন্ধমাখা উপস্থাপন দর্শকদের মনে দাগ কেটেছে। মুখে মুখে প্রচারের জোরে ছবিটি এখন অল-টাইম ব্লকবাস্টার হওয়ার পথে। বিশ্লেষকরা বলছেন, আগামী সপ্তাহান্তে এটি ৬০০ কোটির গণ্ডিও পেরিয়ে যাবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ