কান্তারা সিনেমার পরিচালক, লেখক, প্রধান ভুমিকার অভিনেতা রিষভ শেঠি। তিনি কান্তারা চ্যাপ্টার ১ এর যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য দুই বছর প্রশিক্ষণ নিয়েছেন। রিশভ শেট্টির এই অক্লান্ত পরিশ্রম আজকে সফলতার মুখ দেখেছে আর এই অসাধারণ সাবলীল অভিনয় দর্শকমহলে জয়জয়কার সৃষ্টি করেছে।

২০২২ সালে কান্তারা প্রথম মুক্তি পায়। সেই থেকে বক্স অফিসে রেকর্ড ভাঙছে একের পর এক। চলচিত্রে একজন যোদ্ধার চত্রিতে নিজেকে মানিয়ে নিয়ে সবার সামনে উপস্থাপন করার জন্য তিনি কোন ছাড় দেননি। সকল ভাবে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তিনি। তিনি প্রাচীন ভারতীয় মার্শাল আর্ট কালারিপায়ট্টুতে দীর্ঘ দুই বছর প্রশিক্ষণ নেন। এই মার্শাল আর্ট এর প্রশিক্ষক বা গুরু ছিলেন অথমা কালারি গ্রামের বিপিন্দাস গুরুক্কাল। তার কাছ থেকে রিষভ শেঠি যোদ্ধার কলাকৌশল গুলো রপ্ত করেন। এই বিষয়ে নিশ্চিত করে বলেছেন অথমা কালারি গ্রামের অফিসিয়াল ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্টের মাধ্যমে।
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ১০ অক্টোবর ২০২৫: সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে
