কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের প্রতি “অগ্রহণযোগ্য আচরণ করছে। সম্প্রতি প্রচারিত এক বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে উদ্ধৃত করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির সমালোচনা করা হয়। এরপরই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা অবিলম্বে বাতিল করা হলো।
বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ ট্রাম্পের
বিতর্কের সূত্রপাত এক প্রচারিত বিজ্ঞাপনকে ঘিরে। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে উদ্ধৃত করে বলা হয়, শুল্কনীতি কোনো দেশপ্রেম নয়, বরং তা অর্থনীতির ক্ষতি করে। ওই বিজ্ঞাপনকে “উস্কানিমূলক” উল্লেখ করে ট্রাম্প জানান, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সীমা লঙ্ঘন করেছে।
শুল্কনীতিতে কড়া অবস্থান
এর আগে ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন। তবে ইউএসএমসিএ (United States-Mexico-Canada Agreement)–এর আওতায় থাকা কিছু পণ্যে ছাড়ের অনুমতি দেওয়া হয়।
ইউএসএমসিএ হচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদে করা একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যাতে যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
আরো পড়ুন : তিউনিসিয়া উপকুলে নৌকাডুবে ৪০ জন নিহত-
এছাড়া ট্রাম্প প্রশাসন কানাডার ধাতু পণ্যের ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার বাণিজ্য সম্পর্ককে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলবে।

