বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি নিজের একটি মন্তব্য নিয়ে অনলাইনে তীব্র আলোচনার জন্ম দেন। তিনি বলেন, অভিনেতারা নাকি অফিসের ৯-৫ কর্মীদের চেয়ে বেশি পরিশ্রম করেন। বিষয়টি অনেকের কাছে “টোন-ডেফ” বা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মনে হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। তবে এবার কাজল নিজেই ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি এমন কথা বলেছিলেন এবং কীভাবে অভিনয় পেশা বাস্তবে অনেক বেশি মানসিক ও শারীরিক চাপের।
অভিনেতা হিসেবে কাজলের অভিজ্ঞতা: “আমরা ২৪ ঘণ্টা নজরে থাকি”
কাজল বলেন, “ফিল্ম সেটে কাজ করা মানেই সবসময় প্রস্তুত থাকা। শুটিংয়ের সময় আপনি শতভাগ মনোযোগ না দিলে সেটা পর্দায় ধরা পড়ে। আমরা টানা ৩৫ থেকে ৪০ দিন একটানা শুটিং করি। প্রতিদিন শরীরচর্চা, সঠিক খাবার, ঘুম—সব কিছুর দিকেই নজর রাখতে হয়, কারণ সামান্য পরিবর্তনও আমাদের লুক ও কস্টিউমে প্রভাব ফেলে। এটা বিরাট মানসিক চাপ।
আরো পড়ুন: আগামীকালের আবহাওয়া ১৫ অক্টোবর ২০২৫
তিনি আরও বলেন, “অফিসের চাকরিতে আপনি চা-বিরতি নিতে পারেন, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। কিন্তু আমরা তা পারি না। আমাদের প্রতিটি ভঙ্গি, হাসি, হাঁটা—সব কিছুই পর্যবেক্ষণ করা হয়। যেন সবসময় ফুটন্ত পানির কেতলির মতো অবস্থায় থাকতে হয়—সব সময় সতর্ক, সব সময় একটু উদ্বিগ্ন। এটাই আমাদের জীবন।”
সমালোচনার জবাব ও নিজের অবস্থান স্পষ্ট করলেন কাজল
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ নামের নিজের টক শো-এর দ্বিতীয় পর্বে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানকে অতিথি হিসেবে নিয়ে আলোচনার সময়ই কাজলের ওই মন্তব্য ভাইরাল হয়। পরবর্তীতে The Hollywood Reporter-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি কখনোই বলতে চাইনি যে অন্য পেশার মানুষ পরিশ্রম করেন না। আমি শুধু বোঝাতে চেয়েছি, অভিনয় এমন একটি কাজ যেখানে বিশ্রাম বা বিরতির সুযোগ খুবই সীমিত।”
কাজলের সাম্প্রতিক কাজ
২০২৫ সালে কাজল অভিনয় করেছেন পৌরাণিক হরর সিনেমা ‘মা’-তে, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। এছাড়া টুইঙ্কল খন্নার সঙ্গে তাঁর জনপ্রিয় টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ চলছে প্রাইম ভিডিওতে। একই বছরে তিনি অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘সরজমিন’ চলচ্চিত্রে, যা সরাসরি জিওহটস্টারে মুক্তি পেয়েছে। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে একসঙ্গে কাজ করে কাজল পেয়েছেন তাঁর সপ্তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।