Wednesday, January 28, 2026
Homeকাজল-টুইঙ্কেলের নতুন শো ‘টু মাচ’: ট্রেলারেই দর্শকদের মাতালেন সালমান-আমির, আলিয়া-বরুণ

কাজল-টুইঙ্কেলের নতুন শো ‘টু মাচ’: ট্রেলারেই দর্শকদের মাতালেন সালমান-আমির, আলিয়া-বরুণ

প্রাইম ভিডিও অবশেষে উন্মোচন করল বহুল প্রতীক্ষিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর ট্রেলার। সোমবার প্রকাশিত প্রায় দুই মিনিটের এই ভিডিওতে দেখা গেল বলিউডের প্রথম সারির তারকাদের উপস্থিতি, যাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন কাজল ও টুইঙ্কেল খন্না।

তারকায় ভরপুর অতিথি তালিকা

কাজল টুইঙ্কেলের নতুন শো ‘টু মাচ ট্রেলারেই দর্শকদের মাতালেন সালমান আমির আলিয়া বরুণ 2

শো’তে হাজির হচ্ছেন সুপারস্টার সালমান খান, আমির খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার, করণ জোহর, কৃতি স্যানন, ভিকি কৌশল, গোবিন্দা ও জাহ্নবী কাপুর সহ আরও অনেকে। ট্রেলারে দেখা যায়, করণ জোহর ও জাহ্নবীর মধ্যে রসিকতা-মিশ্রিত আলাপ, আবার সালমানকে ঠাট্টা করতে গিয়ে আমির খান মজার ছলে তাকে চুমুও খেয়ে বসেন।

হাসি-ঠাট্টায় ভরপুর মুহূর্ত

কাজল টুইঙ্কেলের নতুন শো ‘টু মাচ ট্রেলারেই দর্শকদের মাতালেন সালমান আমির আলিয়া বরুণ 3

গোবিন্দা ও চাঙ্কি পান্ডে একসঙ্গে দর্শকদের হাসির খোরাক জোগান। ভিকি কৌশলকে মজার ছলে বলতে শোনা যায়—“তুমি আমাদের ঝামেলায় ফেলছো।” শোয়ের এক পর্যায়ে সালমান খান বলেন, “আমি এখনো তিনটা এক্সপ্রেশন দিয়েই বেঁচে আছি।”

আরো পড়ুন: নুসরাত ফারিয়া মুখ খুললেন: হত্যাচেষ্টার মামলার বিষয়ে

কখন, কোথায় দেখা যাবে

কাজল টুইঙ্কেলের নতুন শো ‘টু মাচ ট্রেলারেই দর্শকদের মাতালেন সালমান আমির আলিয়া বরুণ 5

বানিজে এশিয়ার প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশে দর্শকরা উপভোগ করতে পারবেন শোটি। প্রতি বৃহস্পতিবার নতুন এপিসোড প্রকাশ করা হবে।

কাজল-টুইঙ্কেলের অভিজ্ঞতা

কাজল টুইঙ্কেলের নতুন শো ‘টু মাচ ট্রেলারেই দর্শকদের মাতালেন সালমান আমির আলিয়া বরুণ 4

প্রথমবারের মতো টিভি শো হোস্ট করছেন কাজল। তিনি বলেন,
“টুইঙ্কেল আর আমি বহু দিনের বন্ধু। আমরা যখন একসঙ্গে গল্প করি তখন সেটা হয় দারুণ মজার বিশৃঙ্খলা। সেখান থেকেই এই শোয়ের ধারণা এসেছে। এখানে কোনো প্রস্তুত করা উত্তর নেই, নেই ফর্মুলা—বরং খাঁটি হাসি আর অকপট কথোপকথন।”

  • আজকের রুপার দাম – ২৮ জানুয়ারি ২০২৬

    আজকের রুপার দাম – ২৮ জানুয়ারি ২০২৬

    আজকের রুপার দাম বাংলাদেশের বাজারে আজকে রুপার দাম রয়েছে তা আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন: আজ ২৮ জনুয়ারি ২০২৬, রোজ বুধবার সর্বশেষ ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, সনাতন পদ্ধতির রুপার দাম। প্রকার ১ আনা ১ ভরি ২২ ক্যারেট ৪৮৪ টাকা ৭,৭৫৬ টাকা ২১ ক্যারেট ৪৬২ টাকা ৭,৪০৬ টাকা ১৮ ক্যারেট ৩৯৭ টাকা…


অন্যদিকে, টুইঙ্কেল খন্না শোকে বর্ণনা করেছেন এভাবে—
“আমার বিশ্বাস, সেরা আলাপচারিতা সবসময় সৎ আর রসিকতায় ভরা হয়। ‘টু মাচ’-এ আমরা ঠিক সেটাই করেছি। এখানে তারকারা নিজেদের আড়াল ভেঙে ফেলছেন, আর দর্শকরা তাদের এক নতুন, বাস্তব ও মজাদার রূপে দেখতে পাবেন।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ