প্রাইম ভিডিও অবশেষে উন্মোচন করল বহুল প্রতীক্ষিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর ট্রেলার। সোমবার প্রকাশিত প্রায় দুই মিনিটের এই ভিডিওতে দেখা গেল বলিউডের প্রথম সারির তারকাদের উপস্থিতি, যাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন কাজল ও টুইঙ্কেল খন্না।
তারকায় ভরপুর অতিথি তালিকা

শো’তে হাজির হচ্ছেন সুপারস্টার সালমান খান, আমির খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার, করণ জোহর, কৃতি স্যানন, ভিকি কৌশল, গোবিন্দা ও জাহ্নবী কাপুর সহ আরও অনেকে। ট্রেলারে দেখা যায়, করণ জোহর ও জাহ্নবীর মধ্যে রসিকতা-মিশ্রিত আলাপ, আবার সালমানকে ঠাট্টা করতে গিয়ে আমির খান মজার ছলে তাকে চুমুও খেয়ে বসেন।
হাসি-ঠাট্টায় ভরপুর মুহূর্ত

গোবিন্দা ও চাঙ্কি পান্ডে একসঙ্গে দর্শকদের হাসির খোরাক জোগান। ভিকি কৌশলকে মজার ছলে বলতে শোনা যায়—“তুমি আমাদের ঝামেলায় ফেলছো।” শোয়ের এক পর্যায়ে সালমান খান বলেন, “আমি এখনো তিনটা এক্সপ্রেশন দিয়েই বেঁচে আছি।”
আরো পড়ুন: নুসরাত ফারিয়া মুখ খুললেন: হত্যাচেষ্টার মামলার বিষয়ে
কখন, কোথায় দেখা যাবে

বানিজে এশিয়ার প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশে দর্শকরা উপভোগ করতে পারবেন শোটি। প্রতি বৃহস্পতিবার নতুন এপিসোড প্রকাশ করা হবে।
কাজল-টুইঙ্কেলের অভিজ্ঞতা

প্রথমবারের মতো টিভি শো হোস্ট করছেন কাজল। তিনি বলেন,
“টুইঙ্কেল আর আমি বহু দিনের বন্ধু। আমরা যখন একসঙ্গে গল্প করি তখন সেটা হয় দারুণ মজার বিশৃঙ্খলা। সেখান থেকেই এই শোয়ের ধারণা এসেছে। এখানে কোনো প্রস্তুত করা উত্তর নেই, নেই ফর্মুলা—বরং খাঁটি হাসি আর অকপট কথোপকথন।”
বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে: আলো, ফানুস আর ভক্তির উজ্জ্বল উৎসব
বান্দরবানের মারমা সম্প্রদায় আজ প্রাণভরে উদ্যাপন করছে ওয়াগ্যোয়াই পোয়ে, যা প্রবারণা পূর্ণিমা উৎসব নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ও শ্রদ্ধার উৎসব এটি। মারমা ভাষায় “ওয়াগ্যোয়াই” মানে প্রবারণা পূর্ণিমা এবং “পোয়ে” মানে উৎসব তাই এই দিনটি তাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। প্রবারণা পূর্ণিমায় ভক্তদের মিলনমেলা প্রভাত থেকেই বান্দরবানের বিভিন্ন বৌদ্ধবিহারে ভক্তদের ঢল…
অন্যদিকে, টুইঙ্কেল খন্না শোকে বর্ণনা করেছেন এভাবে—
“আমার বিশ্বাস, সেরা আলাপচারিতা সবসময় সৎ আর রসিকতায় ভরা হয়। ‘টু মাচ’-এ আমরা ঠিক সেটাই করেছি। এখানে তারকারা নিজেদের আড়াল ভেঙে ফেলছেন, আর দর্শকরা তাদের এক নতুন, বাস্তব ও মজাদার রূপে দেখতে পাবেন।”