প্রাইম ভিডিও অবশেষে উন্মোচন করল বহুল প্রতীক্ষিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর ট্রেলার। সোমবার প্রকাশিত প্রায় দুই মিনিটের এই ভিডিওতে দেখা গেল বলিউডের প্রথম সারির তারকাদের উপস্থিতি, যাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন কাজল ও টুইঙ্কেল খন্না।
তারকায় ভরপুর অতিথি তালিকা

শো’তে হাজির হচ্ছেন সুপারস্টার সালমান খান, আমির খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার, করণ জোহর, কৃতি স্যানন, ভিকি কৌশল, গোবিন্দা ও জাহ্নবী কাপুর সহ আরও অনেকে। ট্রেলারে দেখা যায়, করণ জোহর ও জাহ্নবীর মধ্যে রসিকতা-মিশ্রিত আলাপ, আবার সালমানকে ঠাট্টা করতে গিয়ে আমির খান মজার ছলে তাকে চুমুও খেয়ে বসেন।
হাসি-ঠাট্টায় ভরপুর মুহূর্ত

গোবিন্দা ও চাঙ্কি পান্ডে একসঙ্গে দর্শকদের হাসির খোরাক জোগান। ভিকি কৌশলকে মজার ছলে বলতে শোনা যায়—“তুমি আমাদের ঝামেলায় ফেলছো।” শোয়ের এক পর্যায়ে সালমান খান বলেন, “আমি এখনো তিনটা এক্সপ্রেশন দিয়েই বেঁচে আছি।”
আরো পড়ুন: নুসরাত ফারিয়া মুখ খুললেন: হত্যাচেষ্টার মামলার বিষয়ে
কখন, কোথায় দেখা যাবে

বানিজে এশিয়ার প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশে দর্শকরা উপভোগ করতে পারবেন শোটি। প্রতি বৃহস্পতিবার নতুন এপিসোড প্রকাশ করা হবে।
কাজল-টুইঙ্কেলের অভিজ্ঞতা

প্রথমবারের মতো টিভি শো হোস্ট করছেন কাজল। তিনি বলেন,
“টুইঙ্কেল আর আমি বহু দিনের বন্ধু। আমরা যখন একসঙ্গে গল্প করি তখন সেটা হয় দারুণ মজার বিশৃঙ্খলা। সেখান থেকেই এই শোয়ের ধারণা এসেছে। এখানে কোনো প্রস্তুত করা উত্তর নেই, নেই ফর্মুলা—বরং খাঁটি হাসি আর অকপট কথোপকথন।”
ড. মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করলেন আওয়ামী লীগ

মেলবোর্ন, ২৭ অক্টোবর: বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রসিকিউটরের কাছে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে একটি আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার আইন সংস্থা Doughty Street Chambers এই আবেদনটি (Article 15 Communication) জমা দেয়, যেখানে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতাকে ‘Crimes Against Humanity’ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরুর আহ্বান জানানো হয়েছে।…
অন্যদিকে, টুইঙ্কেল খন্না শোকে বর্ণনা করেছেন এভাবে—
“আমার বিশ্বাস, সেরা আলাপচারিতা সবসময় সৎ আর রসিকতায় ভরা হয়। ‘টু মাচ’-এ আমরা ঠিক সেটাই করেছি। এখানে তারকারা নিজেদের আড়াল ভেঙে ফেলছেন, আর দর্শকরা তাদের এক নতুন, বাস্তব ও মজাদার রূপে দেখতে পাবেন।”


