দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক সিদ্ধান্ত আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল থেকে সরে দাঁড়ানোর ঘোষণার একদিন পরেই শাহরুখ খানের সঙ্গে নতুন ছবি ‘কিং’ নিয়ে হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেন তিনি। পোস্টে তিনি পুরোনো স্মৃতি তুলে ধরে শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা বলে উল্লেখ করেন। এই পোস্ট দ্রুতই নেটিজেনদের মনোযোগ কাড়ে।
দীপিকার পোস্ট ঘিরে ভক্তদের আগ্রহ

দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি শাহরুখ খানের হাত ধরে আছেন। ক্যাপশনে উল্লেখ করেন, ওম শান্তি ওম দিয়ে শুরু হওয়া যাত্রায় শাহরুখ তাকে শিখিয়েছিলেন, সিনেমার সাফল্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কাজ করার অভিজ্ঞতা ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক। ঠিক সেই কারণেই ষষ্ঠবারের মতো শাহরুখের সঙ্গে ‘কিং’-এ কাজ করতে পেরে তিনি আবেগাপ্লুত।
আরো পড়ুন: ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘সাবা’
‘কল্কি’ সিক্যুয়েল ছাড়লেন দীপিকা

এদিকে বৈজয়ন্তী মুভিজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে থাকছেন না। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে তারা জানিয়েছে, পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার পথ বেছে নেওয়া হয়েছে। যদিও অফিসিয়াল বার্তায় শুভকামনা জানানো হয়েছে, ভক্তরা মনে করছেন কাজের পরিবেশ ও শর্তাবলীর কারণেই প্রকল্প থেকে দূরে সরে গেছেন এই অভিনেত্রী।