বাংলাদেশের মানুষ দেশের বাইরে গিয়ে অনেক ধরনের কাজকর্ম করে থাকেন। আমরা যাদের প্রবাসী বলেই চিনি। তারা সবাই বাড়ি আসার সময় তার ছোট ভাই-বোন, মা-বাবা, সন্তান, স্ত্রী বা অন্য কারো জন্য মুঠোফোন কিনে নিয়ে আসেন। আপনারা কি জানেন একজন মানুষ কয়টি ফোন কিনে আনতে পারবেন বিদেশ থেকে কোন প্রকার শুল্ক না দিয়ে। আর যদি শুল্ক দিতে হয়, তাহলে কত টাকা শুল্ক দিতে হয়?
অপর্যটক রুলস অব ব্যাগেজ অনুসারে একজন ব্যক্তি বিদেশ থেকে আসার সময় তার সঙ্গে দুইটি ব্যবহৃত ফোন আনতে পারবেন। যার কোন শুল্ক দিতে হবে না, এবং একটি নতুন ফোন আনতে পারবেন শর্তসাপেক্ষে অর্থাৎ শুল্ক দিয়ে একটি নতুন ফোন আনতে হবে। একজন মানুষ মোট তিনটি ফোন বিদেশ থেকে আসার সময় আনতে পারবেন।
আরো পড়ুন: জাল টাকা ও আসল টাকা চেনার সহজ উপায়
বিদেশ থেকে এছাড়াও আপনি যখন শুল্ক দিয়ে ফোন আনবেন সেক্ষেত্রে ফোনের মূল্য ভেদে আপনার শুল্কের পরিমাণও কম বেশি হবে। যেমন আপনি যদি ৩০ হাজার টাকা এর নিচে একটি ফোন আনেন সে ক্ষেত্রে ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। আপনি যদি ৩০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকার মধ্যে একটি মোবাইল ফোন আনেন সেক্ষেত্রে শুল্ক দিতে হবে ১০ হাজার টাকা। এছাড়াও আপনি যখন ৬০ হাজার টাকার উপরে একটি মোবাইল ফোন আনেন তার জন্য দিতে হবে ২৫ হাজার টাকা।

