Saturday, October 25, 2025
Homeকক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আসবে আগামী রোববার (২৬ অক্টোবর)।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেটি স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে গত ১২ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকার এই প্রজ্ঞাপনের কার্যকারিতা আপাতত স্থগিত রাখছে। গ্রুপ ক্যাপ্টেন নুর–ই–আলম জানিয়েছেন, মৌখিক নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

আরো পড়ুন : ৩৫ বছর পর চাকসু নির্বাচন: উৎসবের আমেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ছিল আগেই

এর আগে ২ অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি হিসেবে দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোর কাছে চিঠি পাঠানো হয়। কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার নতুন ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে সূত্র জানিয়েছে। তবে প্রশাসনিক কিছু সমন্বয় ও অবকাঠামোগত প্রস্তুতির বিষয় বিবেচনায় এখন ঘোষণাটি স্থগিত রাখা হলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ