Friday, October 3, 2025
Homeওয়েস্ট হ্যামের ম্যাচে পরাজয়ের পর মাঠ ছাড়ছেন খেলোয়াড়রা।

ওয়েস্ট হ্যামের ম্যাচে পরাজয়ের পর মাঠ ছাড়ছেন খেলোয়াড়রা।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ভয়াবহ শুরুর খেসারত দিতে হলো গ্রাহাম পটারকে। মাত্র পাঁচ ম্যাচ খেলেই ওয়েস্ট হ্যাম বরখাস্ত করেছে গ্রাহাম পটারকে। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, নটিংহ্যাম ফরেস্ট থেকে সম্প্রতি বিদায় নেওয়া নুনো এসপিরিতো সান্তো এখন ওয়েস্ট হ্যামের নতুন কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন।

পটারকে বিদায় জানালো ওয়েস্ট হ্যাম

মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে চারটিতেই হেরেছে ওয়েস্ট হ্যাম। লিগ টেবিলে তারা নেমে গেছে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে। শুধু তাই নয়, দলটি বিদায় নিয়েছে ইংলিশ লিগ কাপ থেকেও। এই ব্যর্থতার দায়ে শনিবার বোর্ড সিদ্ধান্ত নেয় পটারকে ছাঁটাই করার। ক্লাবের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছে ছিল না। তাই নতুন সূচনার জন্য কোচিং স্টাফসহ পুরো ম্যানেজমেন্ট টিমকে বিদায় দেওয়া হয়েছে।

আরো পড়ুন: হ্যারি কেইনের গোল উদযাপন – শততম গোলের ঐতিহাসিক মুহূর্ত।

পটারের অস্থির সময়

গত মৌসুমে জানুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন পটার। মৌসুম শেষে দলকে ১৪তম স্থানে রাখলেও সমর্থক ও বোর্ডকে সন্তুষ্ট করতে পারেননি। এর আগেও চেলসির হয়ে ব্যর্থ এক সংক্ষিপ্ত অধ্যায় কাটিয়ে প্রায় দুই বছর বাইরে ছিলেন তিনি। অথচ ওস্টারসুন্ড, সোয়ানসি ও ব্রাইটনের কোচিং ক্যারিয়ার তাকে একসময় প্রতিভাবান ম্যানেজার হিসেবে আলোচনায় এনেছিল।

নুনো এসপিরিতো সান্তো এগিয়ে

ওয়েস্ট হ্যামের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নুনো এসপিরিতো সান্তো। গত মৌসুমে নটিংহ্যাম ফরেস্টকে সপ্তম স্থানে রেখে ইউরোপিয়ান টিকিট নিশ্চিত করেছিলেন তিনি। তবে এই মৌসুমের শুরুতেই ক্লাব মালিক ও ফুটবল অপারেশন প্রধানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় মাত্র তিন ম্যাচ পরই বিদায় নিতে হয় তাকে। নুনো এর আগে উলভারহ্যাম্পটন ও টটেনহ্যামের কোচ ছিলেন।

ওয়েস্ট হ্যামের সামনে চ্যালেঞ্জ

সামনের মৌসুমে টিকে থাকতে হলে ওয়েস্ট হ্যামকে দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে হবে। তাদের সামনে এখন এভারটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। নুনো দায়িত্ব নিলে তার জন্য বড় চ্যালেঞ্জ হবে ভাঙা মনোবল ও হতাশা কাটিয়ে দলকে আবার প্রতিযোগিতায় ফেরানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ