বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ছক্কার রাজা মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ ক্যারিয়ারে নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলের ভরসা হয়ে ওঠা এই ক্রিকেটার এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ১০৭টি ছক্কা মেরেছেন, যা দেশের অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে বেশি।
মাহমুদুল্লাহর পরেই আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭টি ছক্কা হাঁকিয়েছেন। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, যার নামের পাশে রয়েছে ৭৬টি ছক্কা।
চতুর্থ স্থানে তামিম ইকবাল (৭৪টি) ও পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল (৪৩টি ছক্কা)।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এই পাঁচজনই ছক্কার তালিকায় শীর্ষে আছেন, যাঁরা দেশের ব্যাটিং ইতিহাসে নিজেদের নাম উজ্জ্বল করে রেখেছেন দীর্ঘ সময় ধরে।
আরো পড়ুন:নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা (শীর্ষ ৫)
ক্রম | খেলোয়াড় | ছক্কার সংখ্যা | ম্যাচ |
---|---|---|---|
১ | মাহমুদুল্লাহ রিয়াদ | ১০৭ | ২২৫+ |
২ | সাকিব আল হাসান | ৯৭ | ২৪৫+ |
৩ | মুশফিকুর রহিম | ৭৬ | ২৬০+ |
৪ | তামিম ইকবাল | ৭৪ | ২৪০+ |
৫ | মোহাম্মদ আশরাফুল | ৪৩ | ১৭৭ |