Sunday, November 23, 2025
Homeওপেনিং জুটি তানজিদ ও সাইফ মাঠ অনুশীলন করছেন ম্যাচের আগে -

ওপেনিং জুটি তানজিদ ও সাইফ মাঠ অনুশীলন করছেন ম্যাচের আগে –

বাংলাদেশ একাদশ ওয়ানডে সিরিজে সমতায় ফিরতে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়ার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তদের নেতৃত্বে দল বড় জুটি গড়ে ম্যাচে ফিরে আসার পরিকল্পনা করছে। পেস ও স্পিন ব্যালান্স ঠিক রেখে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে সমতা আনার চেষ্টা করব

গত ম্যাচে বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়ে পড়ে। প্রথম ৫৩ রানের মধ্যে ৩ উইকেট চলে যায়। তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজের ১৪১ বলে ১০১ রানের তৃতীয় উইকেট জুটি কিছু স্বস্তি দেয়। তবে এরপর আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে পারেননি। তাই আজকের ম্যাচে বড় জুটি গড়ে ম্যাচে ফিরে আসাই প্রধান লক্ষ্য।

ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান থাকবেন। ব্যাকআপ হিসেবে মোহাম্মদ নাঈম থাকলেও তার একাদশে ফেরার সম্ভাবনা কম। তিন নম্বরে থাকবে নাজমুল হোসেন শান্ত, যিনি সাম্প্রতিক দিনগুলোতে রান খুঁজে পাচ্ছেন না। মিডল অর্ডার আগের মতোই থাকবে, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক খেলবেন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও একাদশে থাকতে পারেন।

আরো পড়ুন:প্রিমিয়ার লিগে হালান্ডের ফর্ম অব্যাহত, গোল্ডেন বুটে আকাশছোঁয়া শুরুপ্রিমিয়ার লিগে হালান্ডের ফর্ম অব্যাহত, গোল্ডেন বুটে আকাশছোঁয়া শুরু

স্পিন শক্তি বাড়াতে দলে রিশাদ হোসেন ফেরার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে তানভীর ইসলামের জুটি কার্যকর হতে পারে। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বিশ্রাম নিয়ে আজ ফিরতে পারেন। তার সঙ্গে থাকবেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। প্রয়োজনে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ বা নাহিদ রানা তিন পেসার হিসেবে খেলতে পারবেন।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ