Friday, October 17, 2025
Homeএ টি এম আজহারুল ইসলামের দাবি, ‘দোয়ার বরকতে ফাঁসির মঞ্চ থেকে ফিরে...

এ টি এম আজহারুল ইসলামের দাবি, ‘দোয়ার বরকতে ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি’

এ টি এম আজহারুল ইসলাম ফাঁসির মঞ্চ থেকে ফেরা নিয়ে আবেগঘন বক্তব্যে আলোচনায়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন,আমি আপনাদের দোয়ায় ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি। বৃহস্পতিবার বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের দলুয়া গ্রামে এক পথসভায় এই বক্তব্য দেন তিনি।

জনসমাগমে আবেগঘন কণ্ঠে আজহারুল ইসলাম বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করেছেন, অনেকে রোজা রেখে আমার মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এজন্য আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করব।’

আরো পড়ুন : ট্রাম্প বললেন-মোদি আমাকে ভালোবাসেন, তার ক্যারিয়ার নষ্ট করতে চাই না

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষক সমাজ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। জামায়াতে ইসলামী সুযোগ পেলে শিক্ষকদের সম্মান ও অধিকার পুনরুদ্ধার করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

পথসভায় ইউনিয়ন আমির কাজী আব্দুল মাজুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির শাহ মুহাম্মদ রুস্তম, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ