Monday, October 20, 2025
Homeএস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে রাশিয়া ভারতকে

এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে রাশিয়া ভারতকে

ভারতকে আবারও আধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা করছে রাশিয়া। মস্কো ও নয়াদিল্লির মধ্যে চলমান এই আলোচনার কথা নিশ্চিত করেছেন রাশিয়ার সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েভ।

নতুন সরবরাহ নিয়ে আলোচনায় মস্কো-দিল্লি

দিমিত্রি শুগায়েভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “ভারতের কাছে ইতোমধ্যেই আমাদের কয়েকটি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। এ খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ আছে। নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।”

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫৫০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করে ভারত। চুক্তি অনুযায়ী, মোট পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের কথা ছিল। এরই মধ্যে তিনটি ইউনিট ভারতের হাতে তুলে দিয়েছে রাশিয়া। শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে সরবরাহ করা হবে বলে নির্ধারিত আছে।

ভারত-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক

সম্প্রতি চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তাঁরা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। মোদি বলেন, কঠিন সময়ে ভারত-রাশিয়া সবসময় পাশাপাশি থেকেছে।

আরো পড়ুন:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত জ্বালানি ও অস্ত্র কেনা বন্ধ করেনি। নয়াদিল্লির এই অবস্থানকে মস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে।

রাশিয়ার ওপর নির্ভরশীল ভারতীয় প্রতিরক্ষা

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। একই সময়ে ফ্রান্স সরবরাহ করেছে ৩৩ শতাংশ এবং ইসরায়েল দিয়েছে ১৩ শতাংশ।

এস-৪০০ সরবরাহের নতুন উদ্যোগ আবারও প্রমাণ করছে, প্রতিরক্ষা খাতে রাশিয়ার প্রতি ভারতের নির্ভরতা এখনও অটুট।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ