Thursday, August 21, 2025
Homeএসএসসি রেজাল্ট ২০২৫ - কোন বোর্ডে কত শতাংশ পাসের হার?

এসএসসি রেজাল্ট ২০২৫ – কোন বোর্ডে কত শতাংশ পাসের হার?

এসএসসি রেজাল্ট ২০২৫ - কোন বোর্ডে কত শতাংশ পাসের হার

এসএসসি রেজাল্ট ২০২৫ – কোন বোর্ডে কত শতাংশ পাসের হার?

এসএসসি ফলাফল আজ বৃহস্পতিবার ১০ই এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। এই বছর এসএসসি পরীক্ষার পাশের হার বাংলাদেশে গড় ৬৮.৪৫ শতাংশ। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৭৩.৬৩ শতাংশ।

তার মধ্য থেকে এই বছর জিপিএ-৫ পেয়েছে ১,৩৯,০৩২ জন। তবে গেছে বছরের পরীক্ষায় জিপিয়ে-৫ পেয়েছিল ১,৮২,১২৯ শিক্ষার্থী। সে হিসাব করলে এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ৪৩,০০০ বেশি।

কোন বোর্ডে কত শতাংশ পাশ

বোর্ডের নামপাসের হার
ঢাকা৬৭.৫১ %
বরিশাল৫৬.৩৮ %
চট্টগ্রাম৭২.০৭ %
কুমিল্লা৬৩.৬ %
দিনাজপুর৬৭ %
যশোর৭৩.৬৯ %
রাজশাহী৭৭.৬৩ %
সিলেট৬৮.০৯ %
ময়মনসিংহ৫৭.৩৫ %
মাদরাসা শিক্ষা বোর্ডে৬৮.০৯ %
কারিগরিতে৭৩.৬৩ %

এসএসসি ফলাফল 2025 রেজাল্ট চেক:

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ