‘ক্যাচ মিস মানেই ম্যাচ মিস’ ক্রিকেটে বহুল প্রচলিত এই কথাটিকে মিথ্যা প্রমাণ করছে ভারত। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১২টি ক্যাচ ফেলেছে সূর্যকুমার যাদবের দল, তাতে হংকংয়ের মতো সহযোগী দেশও ভারতের নিচে। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচেই ভারত ছেড়েছে পাঁচটি ক্যাচ। তবু ব্যাট-বল মিলিয়ে আধিপত্যে ফাইনাল নিশ্চিত করে নিয়েছে তারা।
এশিয়া কাপে ভারতের ফিল্ডিং দুরবস্থা
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সাইফ হাসান একাই চারবার জীবন পেয়েছেন। পাকিস্তান ম্যাচেও ফারহানকে দুবার সুযোগ দিয়েছে ভারত। সব মিলিয়ে ১২টি ক্যাচ মিসে শীর্ষে ভারত, দ্বিতীয় স্থানে হংকং (১১)।
আরো পড়ুন : লিটন দাস কি খেলবেন আজ? পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে দুশ্চিন্তা
পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত এগিয়ে
ফিল্ডিং নিয়ে যাদের নিয়ে প্রায়ই রসিকতা হয়, সেই পাকিস্তানই এবারে সেরা। মাত্র তিনটি ক্যাচ ফেলেছে তারা। সবচেয়ে কম ২টি ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান ফিল্ডাররা ধরেছেন ৮৬.৩% ক্যাচ, ভারত ধরতে পেরেছে মাত্র ৬৭.৫%।
‘রিং অব ফায়ার’ ফ্লাডলাইট দায়ী?
দুবাই ও আবুধাবির মাঠে ব্যবহৃত ‘রিং অব ফায়ার’ ফ্লাডলাইটকেই দায়ী করছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর মতে, আলো চোখে পড়ায় বল ধরা কঠিন হয়ে যাচ্ছে। তবে তিনি স্বীকার করেন, এমন অজুহাত চলে না, আমাদের মানিয়ে নিতে হবে।