বাংলাদেশের দিকেই নজর পাকিস্তানের। এশিয়া কাপে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল, যেটিকে অনায়াসেই বলা যায় অলিখিত সেমিফাইনাল। ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান জেগে উঠেছে শ্রীলঙ্কাকে হারিয়ে, অন্যদিকে বাংলাদেশও দেখিয়েছে লড়াকু ক্রিকেট। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে বাংলাদেশ নাকি পাকিস্তান তার উত্তর মিলবে আজকের এই হাইভোল্টেজ ম্যাচেই।
বাংলাদেশকে নিয়েই ভাবনায় পাকিস্তান
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। জয়ের নায়ক শাহিন আফ্রিদি জানালেন, তাঁদের পূর্ণ মনোযোগ এখন বাংলাদেশের বিপক্ষেই। আফ্রিদি বলেন, “বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা দারুণ ক্রিকেট খেলছে। তাই আমাদের সব বিভাগে ভালো খেলতে হবে। প্রথমে নিজেদের শক্তি নিয়েই ভাবতে হবে।
আরে পড়ুন : অভিষেক-হার্দিক-বরুণ: তিন শীর্ষস্থানীয়কে নিয়ে আজ বাংলাদেশের মুখোমুখি ভারত
অলিখিত সেমিফাইনালে সমীকরণ
ভারতের কাছে হেরে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফাইনালের আশা টিকিয়ে রেখেছে। অন্যদিকে পাকিস্তানও হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লঙ্কানদের। আজকের ম্যাচে জয়ী দল ভারতের সঙ্গে খেলবে ফাইনালে। তাই ম্যাচটিকে অলিখিত সেমিফাইনাল বলাই যায়।
বাংলাদেশ দলের চ্যালেঞ্জ
সুপার ফোরে একমাত্র দল হিসেবে টানা দুই দিনে দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ। কোচ ফিল সিমন্স এটিকে ‘কঠিন ও অন্যায্য পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন। তবে দল প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেছেন তিনি।