Friday, September 26, 2025
Homeএশিয়া কাপে দুবাইয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মুস্তাফিজ, সতর্ক করলেন টেইট।

এশিয়া কাপে দুবাইয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মুস্তাফিজ, সতর্ক করলেন টেইট।

দুবাইয়ে মুস্তাফিজই হবেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এমন বিশ্বাস প্রকাশ করেছেন দলের পেস বোলিং কোচ শন টেইট। ধীর উইকেটে কাটার ও স্লোয়ারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মুস্তাফিজ, আগেও এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। টেইট মনে করেন, মুস্তাফিজকে আত্মবিশ্বাসী রাখা গেলে বাকিটা তিনি নিজেই সামলাতে জানেন। আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ।

এশিয়া কাপে আবুধাবি অধ্যায় শেষ করে এবার দুবাইয়ে নামছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিদায়ের পর লিটন দাসরা পেয়েছে নতুন করে লড়াইয়ের সুযোগ। আবুধাবিতে তুলনামূলক কম খেলার অভিজ্ঞতা থাকলেও দুবাইয়ে ইতোমধ্যে ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে একাধিক ম্যাচ খেলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

মুস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার বল দুবাইয়ের ধীর উইকেটে ভয়ঙ্কর হতে পারে বলে বিশ্বাস করছেন পেস বোলিং কোচ শন টেইট। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমিও আশা করছি, দুবাইয়ে সে হুমকি হয়ে উঠবে। আগেও এখানে খেলেছে, অভিজ্ঞতাও আছে। তাকে শেখানোর কিছু নেই বললেই চলে। তার সঙ্গে কাজ করতে দারুণ লাগে।”

আরো পড়ুন : এশিয়া কাপে জয়ের পর শ্রীলঙ্কান তারকা ভেল্লালাগের মাথায় নেমে এলো শোকের ছায়া

টেইট আরও জানান, মুস্তাফিজকে আত্মবিশ্বাসী ও খুশি রাখা গেলে তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে সামলাতে পারেন। তার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে টেইট বলেন, “সে দলের বড় সম্পদ, ভালো নেতা। দীর্ঘদিন ধরে খেলছে এবং নিজেকে প্রমাণ করেছে। নিশ্চিতভাবে সে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাবে।”

দলের অন্যান্য চ্যালেঞ্জ

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে চার বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পঞ্চম বোলার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পার্টটাইমার সাইফ হাসান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে স্পিন বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে টেইট জানান, দল নির্বাচন তার দায়িত্ব নয়। তবে সুযোগ থাকতে পারে বলে ইঙ্গিত দেন।

ব্যাটিং নিয়েও আশাবাদী টেইট। যদিও হৃদয়, জাকের ও লিটন প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি, কোচ মনে করেন মিডল অর্ডারে কোনো সংকট নেই।

আজ রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ