Friday, September 26, 2025
Homeএশিয়া কাপে জয়ের পর শ্রীলঙ্কান তারকা ভেল্লালাগের মাথায় নেমে এলো শোকের ছায়া

এশিয়া কাপে জয়ের পর শ্রীলঙ্কান তারকা ভেল্লালাগের মাথায় নেমে এলো শোকের ছায়া

ক্রিকেট মাঠে লড়াই শেষ হওয়ার পর যখন সতীর্থরা জয়ের আনন্দে মেতে উঠেছে, তখন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ পেলেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি জানতে পারেন, হৃদ্‌রোগে মারা গেছেন তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।

এশিয়া কাপের গ্রুপ–বি’র শেষ ম্যাচে মহীশ তিকসানার জায়গায় একাদশে সুযোগ পান ভেল্লালাগে। যদিও বল হাতে দিনটা তাঁর ভালো যায়নি। শেষ ওভারে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ব্যাটে উঠেছিল ৩১ রান, সব মিলিয়ে সেই ওভারে হয়েছিল ৩২ রান। তবে ব্যাটিংয়ে কুশল মেন্ডিসের অপরাজিত ৭৪ রানে ৬ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা, আর সেই জয় নিশ্চিত করে বাংলাদেশকেও সুপার ফোরে তোলা।

আরো পড়ুন: বাংলাদেশ নির্ভর করছে শ্রীলঙ্কার জয়ের ওপর

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার এবং আবুধাবিতে থাকা সাংবাদিকরা নিশ্চিত করেছেন, দুনিথকে ম্যাচ শেষ হওয়ার পরই বাবার মৃত্যুর খবর জানানো হয়। এর আগেই সকালবেলা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তাঁর বাবা সুরাঙ্গা, যিনি নিজেও ছিলেন একজন ক্রিকেটার।

২২ বছর বয়সী ভেল্লালাগের জন্য এটি নিঃসন্দেহে জীবনের এক কঠিন সময়। মাঠে লড়াই শেষে যখন দলের সবার মাঝে উদযাপন চলছিল, তখন ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় ক্ষতি তাঁকে স্তব্ধ করে দিলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ