এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা যেন ছাপিয়ে গিয়েছিল খেলার মাঠের সীমা। ম্যাচশেষে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার জেরে বড় সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মাঠে অতিরিক্ত আক্রমণাত্মক আচরণ ও প্রতিপক্ষ ব্যাটারদের উদ্দেশে অশোভন মন্তব্য করার অভিযোগেই এই শাস্তি।
অন্যদিকে, ভারতের দুই তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ও জাসপ্রিত বুমরাহ পেয়েছেন সতর্কবার্তা ও জরিমানা। ম্যাচের উত্তাপে আচরণবিধি ভঙ্গ করায় তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
এসিসির শৃঙ্খলা কমিটি জানায়, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলোয়াড়দের আচরণ হতে হবে পেশাদার মানসিকতার প্রতিফলন। এশিয়া কাপের এই ঘটনাটি নিয়ে ক্রিকেট মহলে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, রউফের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের এমন আচরণ তরুণদের জন্য ভুল বার্তা দেয়।
আরো পড়ুন :বিশ্বকাপের আগে সৌদি লিগে খেলতে চেয়েছিলেন মেসি
এই সিদ্ধান্তের পর রউফ পাকিস্তানের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না, যা দলটির বোলিং লাইনআপে বড় ধাক্কা। অন্যদিকে, ভারতীয় দল সূর্য ও বুমরাহকে নিয়ে পরবর্তী ম্যাচে নামবে, তবে তাদের ওপর থাকবে বাড়তি নজর।

