লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে দারুণ এক জয় পেলেও কিলিয়ান এমবাপ্পের চোট এখন রিয়াল মাদ্রিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শীর্ষে ওঠা রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়র ও এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে ৩–১ গোলে জয় তুলে নিলেও শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ফরোয়ার্ডকে।
রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, অন্য গোলটি করেন এমবাপ্পে। ভিনির একটি গোলে সহায়তাও ছিল এমবাপ্পের পায়ে। তবে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোড়ালির চোটে মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা, যা দুশ্চিন্তায় ফেলেছে কোচ জাবি আলোনসোকে। একইভাবে চোট নিয়ে মাঠ ছাড়েন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও।
এমবাপ্পের দুর্দান্ত মৌসুম, কিন্তু শঙ্কা চোটে
রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই আগুনে ফর্মে আছেন এমবাপ্পে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে করেছেন ১৪ গোল ও ২টি সহায়তা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলের দৌড়ে তিনি আছেন দ্বিতীয় স্থানে, তাঁর সামনে কেবল হ্যারি কেইন (১৮ গোল, ১০ ম্যাচ)। কিন্তু এমন দুর্দান্ত ফর্মের মাঝেই চোট শঙ্কা রিয়ালের আনন্দে বিষাদের ছোঁয়া দিয়েছে।
ভিনিসিয়ুসের সেরা শুরু
এমবাপ্পের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রও রয়েছেন দারুণ ফর্মে। লিগের প্রথম ৮ ম্যাচে করেছেন ৫ গোল ও ৪ সহায়তা। ক্যারিয়ারের লা লিগা শুরুর সেরা সময় কাটাচ্ছেন তিনি। ভিয়ারিয়ালের বিপক্ষে তাঁর দুটি গোলই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
আরো পড়ুন : ভারত-পাকিস্তান ম্যাচের আগে করমর্দন বিতর্কে তপ্ত পরিবেশ
রিয়ালের শীর্ষে থাকা
৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল এখন লা লিগার শীর্ষে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আগামী ম্যাচে হেতাফের মুখোমুখি হবে রিয়াল, তবে এমবাপ্পের ইনজুরি পরিস্থিতি এখন সবচেয়ে বড় প্রশ্ন। একই সঙ্গে ফ্রান্স জাতীয় দলও চিন্তায়, কারণ সামনে বিশ্বকাপ বাছাইয়ে তাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।