রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে তার নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ সময় স্বজন ও এলাকাবাসীর শোকাবহ পরিবেশে কান্নায় ভেঙে পড়ে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এর আগে নিজ গ্রামের বাড়ি ইশ্বরকাঠিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। নিহত আবুল কালাম স্ত্রী ও দুই সন্তানসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আরো পড়ুন: পাকিস্তান – আফগানস্তানের সংঘর্ষে ৩০ জন নিহত
স্বজনরা জানান, হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম। এই দুর্ঘটনা ঘিরে রাজধানীতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

