Sunday, November 16, 2025
Homeএক চুম্বকেই ভাগ্য পরিবর্তন হয়ে গেল মামুনের

এক চুম্বকেই ভাগ্য পরিবর্তন হয়ে গেল মামুনের

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মামুন সারা দেশে ঘুরে ঘুরে লোহা খুজে বেড়ায়। যেখানে মানুষ ধুলা বালি মনে করে হাত দেয় না। সেখান থেকে খুজে বের করে তারকাটা, নাট-বল্টু এবং বিভিন্ন ধরনের লোহার টুকরো। এগুলো বিক্রি করে তিনি প্রতিদিন তার সংসার চালান।

মামুনের কাজ দেখে অনেকে ভিডিও করেন। অনেকে আবার ছোট মনে করেন। কিন্তু বেশির ভাগ মানুষ তার এই কাজটিকে একটি সামাজিক কাজও মনে করে। কারণ পথের মাঝে যে তারকাটা ‍গুলো পরে থাকে সেগুলো মানুষের পায়ে ফুটে যায় অনেক সময়, যানবাহনের চাকা লিক হয়ে যায়। রাস্তার পাশে পরে থাকা এই লোহা গুলো কুড়িয়ে ফেললে এই ধরনের সমস্যা আর থাকবে না।

এক চুম্বুকেই ভাগ্য পরিবর্তন হয়ে গেল মামুনের 1

আরো পড়ুন: ১৩ই নভেম্বর লকডাউন নিয়ে যা বললো: আওয়ামীলীগ

মামুন বলেন তিনি প্রতিদিন ২০-৪০ কেজি লোহা পেয়ে থাকেন। তা তিনি ভাঙ্গারির দোকানে বিক্রি করে। তার মাসে আয় ৩০ থেকে ৬০ হাজার টাকা। মামুনকে এই চুম্বকটি একজন উপহার দিয়েছিলেন। তিনি তার ছেলে মেয়েকে বাড়ি রেখে এসেছেন। তার সাথে স্ত্রীকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। এই কাজটি করে তিনি অনেক খুশি।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ