প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতার পর এবার সিরিজ বাঁচাতে লড়ছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নতুন উদ্যমে মাঠে নেমেছে টাইগাররা। শনিবার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান।
প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পরও বাংলাদেশ দলে বড় কোনো কাটছাঁট হয়নি। তবে খরুচে দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ এবার বিশ্রামে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন।
এর ফলে দলের বোলিং কম্বিনেশনেও এসেছে পরিবর্তন দুই পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে একাদশ। পেস ইউনিটে নেতৃত্বে আছেন মুস্তাফিজ, সঙ্গী তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে থাকছেন তানভীর ইসলাম ও রিশাদ সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও দেখা যাবে হাত ঘোরাতে।
আরো পড়ুন :বাংলাদেশ সিরিজ বাঁচানোর লড়াই: আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে
শুক্রবার বাংলাদেশ থেকে উড়িয়ে আনা হয়েছিল ওপেনার নাঈম শেখকে তবে এ ম্যাচে তাকে একাদশে জায়গা দেওয়া হয়নি। ব্যাটিং অর্ডারে এখনো ভরসা রাখা হয়েছে আগের পরিচিত মুখদের উপর তামিম, সাইফ, শান্ত, হৃদয় ও জাকের আলী অনিকদের উপরই নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট।
ওয়ানডেতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মধ্যে ১১টি ম্যাচে জয় বাংলাদেশের আর ৯টিতে আফগানিস্তান। ফলে ইতিহাসের দিক থেকে এখনো এগিয়ে টাইগাররা। তবে বর্তমান ফর্ম ও মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে শারজাহর গরম সন্ধ্যায়।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।