Thursday, August 21, 2025
Home"এই বিয়ে টিকবে না" - মালাইকার খোলামেলা স্বীকারোক্তি নিয়ে আলোচনায় বলিউড

“এই বিয়ে টিকবে না” – মালাইকার খোলামেলা স্বীকারোক্তি নিয়ে আলোচনায় বলিউড

বলিউডের জনপ্রিয় সাবেক তারকা জুটি আরবাজ খান ও মালাইকা আরোরা আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা স্বীকার করেছেন, দু’জনেই চেষ্টা করেও বুঝেছিলেন এই বিয়ে টিকবে না। আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মালাইকা জানালেন খোলামেলা অভিজ্ঞতা।

বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন আরবাজ খান ও মালাইকা আরোরা। ১৯৯৮ সালে বিয়ে করার পর তাদের সংসার দুই দশকেরও বেশি সময় টিকে। ভক্তরা মনে করতেন, এ জুটি আজীবন একসঙ্গেই থাকবেন।

তবে ২০১৬ সালে হঠাৎ করেই সম্পর্কের ইতি টানেন তারা। বিচ্ছেদের পর দু’জনেই আলাদা জীবন শুরু করেন। আরবাজ পরে দ্বিতীয় বিয়ে করেন, অন্যদিকে মালাইকা সম্পর্কে জড়ান অর্জুন কাপুরের সঙ্গে, যদিও সেই সম্পর্কও টেকেনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মালাইকা জানান, তিনি সারা জীবনই আরবাজের সঙ্গে দাম্পত্য বজায় রাখতে চেয়েছিলেন। তবে পরিস্থিতি এমন দাঁড়ায়, যেখানে তারা বুঝতে পারেন একসঙ্গে থাকা সম্ভব নয়।

মালাইকা

মালাইকা বলেন, সম্পর্ক ঠিক করতে দু’জনেই শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ স্পষ্ট হয়ে যায় এই সম্পর্ক আর টিকবে না। তাই কষ্টের হলেও বিচ্ছেদের সিদ্ধান্তই ছিল একমাত্র উপায়।

অভিনেত্রীর ভাষায়, “অন্যকে খুশি করার আগে নিজেকে তো খুশি রাখতে হবে। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।” নিজের মানসিক শান্তির কথা ভেবেই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

মালাইকা স্বীকার করেন, অনেকের কাছে তার সিদ্ধান্ত স্বার্থপর মনে হতে পারে। তবে তার মতে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই তাকে আরও শক্তিশালী করেছে।

আরো পড়ুন: ভাশিকরণ: নতুন রোমান্স-ভরা ওয়েব সিরিজের সূচনা

তিনি আরও বলেন, তার ছেলে এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েছে এবং এখন সুখেই আছে। অর্থাৎ বিচ্ছেদ শুধু তার নয়, সন্তানের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

যদিও বিচ্ছেদ ঘটেছিল বহু বছর আগে, তবুও মালাইকার এই খোলামেলা স্বীকারোক্তি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আরবাজ-মালাইকার দাম্পত্য জীবন। ভক্তরা বলছেন, তাদের সম্পর্ক ভেঙে গেলেও সততার সঙ্গে নিজের কথা প্রকাশ করায় প্রশংসার যোগ্য মালাইকা।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ