এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরুর তারিখ ও কোন বিভাগে কত টাকা ফি জেনে নিন

- Advertisement -
এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরুর তারিখ ও কোন বিভাগে কত টাকা ফি জেনে নিন

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরুর তারিখ ও কোন বিভাগে কত টাকা ফি জেনে নিন

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ কবে ২০২৪

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ই এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত। তবে বিলম্ব ফি দিয়ে আগামী ২ই-মে তারিখ পর্যন্ত ফরম ফিলাপ করতে পারবেন শিক্ষার্থীরা।

এইচএসসি পরীক্ষা শুরু কবে

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৩০ই জুন।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাম ফি কত টাকা

২০২৪ সালে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ধরা হয়েছে শিক্ষার্থীর প্রতি বিষয় ফি ১১০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ প্রতি বিষয় ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা। বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেওয়া হবে।

অনিয়মিত শিক্ষার্থীর জন্য পরীক্ষার্থী প্রতি ফি ১০০ টাকা বেশি ধরা হয়েছে। এছাড়া জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা এবং বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের প্রতি বিষয় ২৫ টাকা দিতে হবে। আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীর জন্য

বিষয়ফি টাকা
প্রতি বিষয়১১০ টাকা
ব্যবহারিকের ফি প্রতি বিষয়২৫ টাকা
একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি৫০ টাকা
মূল সনদ বাবদ১০০ টাকা
বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি১৫ টাকা
জাতীয় শিক্ষা সপ্তাহ ফি৫ টাকা
কেন্দ্র ফি৪৫০ টাকা
কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার ফি প্রতি বিষয়২৫ টাকা
ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি২০ টাকা
বিলম্ব ফি১০০ টাকা

অনিয়মিত শিক্ষার্থীর জন্য

বিষয়ফি টাকা
অনিয়মিত শিক্ষার্থীর ফি১০০ টাকা
জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য১০০ টাকা
রেজিস্ট্রেশন নবায়ন ফি২৫০ টাকা

এইচএসসি পরীক্ষার বিজ্ঞান শাখার ফরম ফিলাম ফি কত টাকা

এইচএসসি পরীক্ষার জন্য বিজ্ঞান শাখার ফরম ফিলাপ ফি ধরা হয়েছে মোট ২,৬৮০ টাকা

এইচএসসি পরীক্ষার মানবিক শাখার ফরম ফিলাম ফি কত টাকা

এইচএসসি পরীক্ষার জন্য মানবিক শাখার ফরম ফিলাপ ফি ধরা হয়েছে মোট ২,১২০ টাকা

এইচএসসি পরীক্ষার ব্যবসায় শাখার ফরম ফিলাম ফি কত টাকা

এইচএসসি পরীক্ষার জন্য ব্যবসায় শাখার ফরম ফিলাপ ফি ধরা হয়েছে মোট ২,১২০ টাকা

এছাড়া এই ফির সঙ্গে যাদের চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে ১৪০ টাকা ফি যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে প্রতি বিষয় আরও ১৪০ টাকা যোগ করা হবে।

Join = https://news.google.com/publications/CAAqBwgKMNqnqAww7K-2BA

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here