এইচএসসির ফলে রাজধানীর সেরা কলেজগুলো নিয়ে এবারও আলোচনায় নটর ডেম, রাজউক উত্তরা মডেল ও হলি ক্রস কলেজ। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রাজধানীর প্রায় সব শীর্ষ কলেজেই পাসের হার ৯৭ শতাংশের ওপরে। তবে জিপিএ–৫ প্রাপ্তির দিক থেকে নটর ডেম কলেজ এককভাবে এগিয়ে। পরীক্ষার এই ফল শিক্ষার্থীদের দীর্ঘ পরিশ্রম ও পরিবারের স্বপ্নের প্রতিফলন বলেই মনে করছেন অভিভাবকরা।
রাজধানীর শীর্ষস্থানীয় কলেজগুলোর এইচএসসি ফলাফল
এইচএসসি ২০২৫–এর ফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকার প্রায় সব বিখ্যাত কলেজেই ফলাফলের ধারাবাহিকতা বজায় আছে। তবে কিছু কলেজে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।
নটর ডেম কলেজ
তিন বিভাগে মোট ৩,২৫১ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩,২২৬ জন। পাসের হার ৯৯.২৩ শতাংশ। মোট ২,৪৫৪ জন জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী-যা এবারও রাজধানীর মধ্যে সর্বোচ্চ।
রাজউক উত্তরা মডেল কলেজ
১,৬৯৩ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১,৬৯২ জন। পাসের হার ৯৯.৯৪ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১,২১৮ জন শিক্ষার্থী।
হলি ক্রস কলেজ
১,৩০৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১,৩০৪ জন। পাসের হার ৯৯.৭৭ শতাংশ। এদের মধ্যে ৯৬০ জন জিপিএ–৫ অর্জন করেছেন।
ঢাকা কলেজ
১,১৩৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১,১২৭ জন। পাসের হার ৯৯.১২ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৮৫৭ জন শিক্ষার্থী।
ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ
১,০১৬ পরীক্ষার্থীর মধ্যে ১,০১৪ জন উত্তীর্ণ, পাসের হার ৯৯.৮ শতাংশ। জিপিএ–৫ অর্জন করেছে ৮৫১ জন।
আদমজি ক্যান্টনমেন্ট কলেজ
২,৩৬৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২,৩১৫ জন। পাসের হার ৯৭.৮ শতাংশ। সর্বোচ্চ গ্রেড জিপিএ–৫ পেয়েছে ১,২২৯ জন।
ঢাকা সিটি কলেজ
৩,৪৪১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩,৩৬৯ জন। পাসের হার ৯৭.৯১ শতাংশ। জিপিএ–৫ অর্জন করেছে ৭৫২ জন শিক্ষার্থী।
সরকারি বিজ্ঞান কলেজ
৯৯৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৯৮৭ জন। পাসের হার ৯৮.৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৬৮৭ জন শিক্ষার্থী।
আরো পড়ুন : ৩৫ বছর পর রাকসু নির্বাচন: নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএএফ শাহীন কলেজ
২,০২১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১,৯৯৫ জন। পাসের হার ৯৮.৭ শতাংশ। জিপিএ–৫ অর্জন করেছে ১,০০২ জন শিক্ষার্থী।
বীর শহীদ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ
১,৮২৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১,৮০২ জন। পাসের হার ৯৮.৭৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৫২৪ জন শিক্ষার্থী।
সামগ্রিক চিত্র: মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ পাসের হার
সর্বমোট ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, দেশের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। তবে মাদ্রাসা বোর্ডে পাসের হার সর্বোচ্চ, ৭৫.৬১ শতাংশ। সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকার কলেজগুলো এবারও ফলাফলের মান ও জিপিএ–৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে।