এআই দিয়ে মুভি তৈরি করে মাসে ৫০ হাজার টাকা আয়

- Advertisement -
এআই দিয়ে মুভি তৈরি

এআই দিয়ে মুভি তৈরি করে মাসে ৫০ হাজার টাকা আয়

বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাতে যাচ্ছি যে কিভাবে এআই দিয়ে ব্লকবাস্টার মুভি তৈরি করবেন। এর জন্য আপনাকে কি কি ব্যবহার করতে হবে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বেশ শক্তিশালী যেটা নিমিষেই কাজ সম্পূর্ণ করতে সক্ষম। তাই বর্তমানে এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব। তার মধ্যে থেকে আজকে আমি দেখাবো কিভাবে ব্লকবাস্টার মুভি ক্লিপ তৈরি করতে পারেন। এবং এই মুভি ফেসবুক ও ইউটিউবে আপলোড করে টাকা আয় করতে পারবেন।

তো বন্ধুরা একটি মুভি ক্লিপ তৈরি করতে আপনাকে অনেক গুলো এআই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। তাই কোন কোন এআই ওয়েবসাইট ব্যবহার করতে হবে তা নিচে আলোচনা করা হল এবং কিভাবে ব্লকবাস্টার মুভি ক্লিপ তৈরি করতে হয় বিস্তারিত।

এআই ওয়েবসাইট ব্যবহার করার বেশ কয়েকটি ধাপ রয়েছে তা হল:

মুভি স্টোরি স্ক্রীপ্ট লেখার এআই

১. একটি মুভি তৈরি করতে প্রথমে আপনাকে প্রয়োজন হবে একটি মুভি স্টোরি স্ক্রীপ্ট লেখা। কিন্তু এটি আপনাকে নিজেকে লিখতে হবে না এটা এআই করে দিবে। তাই আপনাকে প্রথমে গুগল ক্রোমাব্রাউজারে গিয়ে সার্স করুন “gravity write” লিখে অথবা নিচের লিংকে ক্লিক করুন:

gravitywrite.com

  • Gravity Write ওয়েবসাইট ওপেন করে প্রথমে একটি ফ্রি একাউন্ট খুলে নিন আপনার জিমেইল দিয়ে।
Gravity write
  • তারপর “Film Making Tools” ক্লিক করে “Movie Trailer Script” ক্লিক করুন।
  • এরপর আপনার কাছে একটি টুলস ওপেন হবে।
Gravity write2
  • 1. কোন ধরনের মুভি তৈরি করতে চান সেটি লিখুন Example: Action, Romantic, etc.
  • 2. কত সেকেন্ড হবে টেইলারটি সেই টাইম লিখুন।
  • Example: 50 sec
  • 3. কোন সম্পর্কে মুভি হবে তা ১ লাইনের একটি স্টোরি লিখুন। Example: Robbers target a corrupt bank, leading to a showdown with the relentless police. এই রকম একটা আপনার মত করে ইংরেজিতে লিখে দিন।
Gravity write3
  • তারপর ” Create Content ” বাটনে ক্লিক করলে ডান পাশে আপনার Script লিখে দিবে Ai Tools. সেই Script গুলো Copy করে নিন।
  • কপি করার পর “Ai Image Generation Prompts” টুলসে যেতে হবে।

1. আবারও Film এর নাম লিখতে হবে কোন ধরনের যেমন Action বা অন্য কিছু
2. Flim Style লিখবেন “Realistic”
3. এবার আপনার কপি করা Script গুলো পেস্ট করে দিন।

Gravity write4

এবার “Create Content ” ক্লিক করে Prompts তৈরি করুন।

Prompts কি?

Prompts হলো ছবি এআই থেকে বের করার নাম।

এআই দিয়ে মুভির ছবি ডাউনলোড

২. মুভির জন্য ছবি ডাউনলোড করার জন্য ” Leonardo.ai ” ওয়েবসাইটটি ওপেন করুন।

Leonardo

আপনি আগের ai দিয়ে যে Prompts এর ডায়লগ script গুলো বের করছেন সেগুলো ১টা একটা করে কপি করে এখানে সার্স করুন এবং ছবি গুলো ডাউনলোড করুন।

Leonardo 2

ইমেজ টু ভিডিও এআই

৩. এবার আপনার ডাউনলোড করা ছবিগুলো ভিডিওতে কনভার্ট করার জন্য ” Runwayml ” ওয়েবসাইটে যান।

Runwayml
  • তারপর একটি ফ্রি একাউন্ট খুলে নিন।
  • তারপর হোম পেজ থেকে “Start Generating” ক্লিক করুন।
  • এবার আপনার ছবিগুলো আপলোড করুন।
  • এরপর “Generate 4s ” বাটনে ক্লিক করে ভিডিও তৈরি করে নিন।
  • ভিডিও কনভার্ট হয়ে গেলে ডাউনলোড করুন।

ভয়েস তৈরি এআই দিয়ে

৪. মুভির জন্য ভয়েস খুব দরকার তাই ভয়েস বানানোর জন্য ” 11 Labs ” ওয়েবসাইটে যান।

11 labs

এখানে প্রথমে সেটিং থেকে কোন ভাষায় ভয়েস হবে সেটি সিলেক্ট করুন এবং কার গলার ভয়েস হবে সেটি সিলেক্ট করুন। তারপর ১ নাম্বার এআই থেকে যে মুভি Script পাইছেন সেটি একটা একটা করে পেস্ট করে ভয়েস তৈরি করুন। আর সেটা ডাউনলোড করে নিন সাইট থেকে।

এআই দিয়ে লিমসিং

Lalamu. Studio

৫. এবার আপনার ছবি থেকে ভিডিও করা সেই ভিডিওর ফুটেজ এর মানুষের মুখ নরানোর জন্য এই টুলস ব্যবহার করুন ” Lalamu.studio ওয়েবসাইট দিয়ে।

মুভির জন্য ব্যাকগ্রারাউন্ড মিউজিক

৬. মুভির জন্য ব্যাকগ্রারাউন্ড মিউজিক ফ্রি ডাউনলোড করার জন্য ‘ Pixabay’ ওয়েবসাইটে যান।

Pixabay

এবার আপনি যদি কম্পিউটার বা মোবাইল যেটাই ব্যবহার করেন। সেখানের একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করুন। এই ভিডিও ফুটেজ ও ভয়েস এড করার জন্য। তার সবগুলো এড করে সুন্দর একটি ব্লকবাস্টার মুভি তৈরি করে ফেলুন।

সর্বশেষে

এই ধরনের সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করুন।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here