দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’ অবশেষে আসছে দেশের প্রেক্ষাগৃহে। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়ে এবার দেশের দর্শকের সামনে হাজির হচ্ছে সিনেমাটি।
আন্তর্জাতিক উৎসবে সাফল্যের ঝলক
নির্মাণের পর থেকেই ছবিটি ভ্রমণ করেছে নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রদর্শিত হয়েছিল এটি। ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবেও ‘ফেরেশতে’ প্রশংসিত হয়েছে।

অবশেষে মুক্তি বাংলাদেশে
দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’। আগে ১২ সেপ্টেম্বর মুক্তির ঘোষণা থাকলেও হল–সংক্রান্ত জটিলতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়। দুর্গাপূজার উৎসব ঘিরেই ছবিটি মুক্তি পাবে, যাতে দর্শকরা আনন্দঘন পরিবেশে এটি উপভোগ করতে পারেন।

গল্প ও নির্মাণশৈলী
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমাটি সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরেছে। বাস্তব লোকেশনে শুটিং করায় সিনেমাটি পেয়েছে এক অনন্য বাস্তবতা। জয়া আহসান জানিয়েছেন, সুবিধাবঞ্চিত মানুষের চরিত্রে অভিনয় করা ছিল তাঁর জন্য এক চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।
আরো পড়ুন: বলিউডের ওয়েব সিরিজে আরিফিন শুভর নতুন রূপ
নায়ক ও প্রযোজক সুমন ফারুক বলেন, “বিদেশি উৎসবে আমরা প্রচুর প্রশংসা পেয়েছি। এবার দেশের দর্শকও এই সিনেমায় নিজেদের গল্প খুঁজে পাবেন।”

শক্তিশালী অভিনয়শিল্পীরা
জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জয়া নিজেও। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ।
বাংলাদেশে ইতিমধ্যে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা জয়া আহসানের এই অভিনয় আবারও তাকে এনে দিতে পারে নতুন স্বীকৃতি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।