Wednesday, October 15, 2025
Home৩৫ বছর পর চাকসু নির্বাচন: উৎসবের আমেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৩৫ বছর পর চাকসু নির্বাচন: উৎসবের আমেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
৩৫ বছর পর আবারও কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ, তবে নিরাপত্তাব্যবস্থাও ছিল টানটান।

১৯৯০ সালের পর প্রথমবারের মতো আয়োজিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ। আইটি অনুষদ থেকে প্রকৌশল অনুষদ সব কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, প্রার্থীদের ব্যস্ততা আর নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারিতে আজ এক ঐতিহাসিক দিন পার করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ক্যাম্পাসে উৎসব, নজরদারিতে ভোটগ্রহণ

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। শিক্ষার্থীরা বলছেন, “এটা শুধু ভোট নয়, ইতিহাসের অংশ হওয়ার দিন।

আইটি অনুষদ কেন্দ্রে ভোট দিতে গিয়ে ছাত্রদলের প্যানেলে ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের আঙুলে কালি লাগানোর দৃশ্য দেখা যায়। প্রকৌশল অনুষদ কেন্দ্রে ভোট দেন ছাত্রশিবিরের জিএস প্রার্থী সাঈদবিন হাবিব। অন্যদিকে, ছাত্র ইউনিয়ন (একাংশ) ও ছাত্রফ্রন্ট (বাসদ)-সমর্থিত দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধও ভোট দেন সকালে।

সর্বোচ্চ নিরাপত্তায় নির্বাচন

ভোটকেন্দ্রগুলোতে ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিলেন। কাটাপাহাড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ভোটারদের পরিচয়পত্র যাচাই করেন।

বিশ্ববিদ্যালয় গেটে রাখা ছিল পুলিশের সাঁজোয়া যান, আর প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার মনিটর সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

আরো পড়ুন : সুনামগঞ্জে নারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীদের প্রত্যাশা

দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। অনেকেই বলছেন, চাকসু ফিরলে শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও গণতান্ত্রিক চর্চা নতুন গতি পাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ