
এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শন করতে আসেন জামাত ইসলামের ‘আমির’ এবং তার সেক্রেটারি। প্রথমে তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু পরবর্তীতে তাদের হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়। তারা দুজনেই উত্তরা আধুনিক হাসপাতালের মধ্যে প্রবেশ করে তাদের কেমন চিকিৎসা হচ্ছে সেই সব বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং তিনি সবাইকে আশ্বাস দিয়েছেন যথেষ্ট সহযোগিতা করবেন তিনি তাদের এই চিকিৎসা এবং ক্ষতিপূরণের বিষয়ে।
জামাতের আমির বলেন আমি মিটিংয়ে থাকা অবস্থায় খবরটি পাই তখন তৎক্ষণাৎ আমি এই ঘটনা স্থলে আসার জন্য প্রস্তুত হই এবং চলে আসি। তিনি বলেন এখানে এসে আমি বুঝতে পারলাম উত্তরা আধুনিক মেডিকেল কলেজে এই পর্যন্ত ১০০ এর বেশি শিক্ষার্থী আনা হয়েছে। এর মধ্যে অল্প কয়েকজন এখানে রেখেছে এবং বাকিদের বান ইনিস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে। উপস্থিত ডাক্তার যারা আছেন তারা আমাদের অবহিত করেছেন। ৩০ জনের অধিক এর মধ্যে 80 থেকে 100% এর মত বার্ন হয়ে গিয়েছে। ৮০ থেকে ১০০% পর্যন্ত যাদের বার্ন হয়ে যায় তাদের আমাদের এই ক্ষুদ্র এস এস মাল্টি মেডিকেল সাইন্স এর তাদের সার্ভাইব করার আশঙ্কা একেবারেই থাকে না। কিন্তু আল্লাহ চাইলে অসুস্থ কেউ সুস্থ করতে পারেন এবং সুস্থ কে ও অসুস্থ করতে পারেন এই কথা বলেন জামাতের আমির।

এছাড়া বাকি যারা আছেন তারা যদি সঠিক চিকিৎসা পায় তাহলে হয়তো সুস্থ হতে পারেন। আমরা আল্লাহর কাছে এই অবস্থায় দোয়া করব যাতে একটি শিক্ষার্থীও এই অবস্থায় পৃথিবী থেকে আল্লাহ আমাদের কাছ থেকে না নেয়। এবং এই শিক্ষার্থীদের পরিবারের লোক এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় আছেন। তিনি আরো বলেন আমি চিকিৎসকদের বলে এসেছি তারা যেন তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন প্রতিটি শিক্ষার্থীকে সুস্থ করার জন্য।
আরো পড়ুন: উত্তরায় বিমান দুর্ঘটনায় একাধিক নিহত, তারেক রহমানের শোক ও সহায়তার বার্তা
এরপরে আমরা এখান থেকে বার্ন ইনস্টিটিউটেও যাব পরিদর্শন করতে। এবং আমাদের যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদেরকে বলেছি তারা যেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আর তারা যেন রক্ত লাগলে রক্ত দেবে, ওষুধ লাগে ওষুধ দেবে, টাকা লাগে টাকা দেবে। সমস্ত কিছু দিয়েও যেন তাদের সুস্থ করা হয়। এবং যদি রক্তের প্রয়োজন হয় তারা যেন রক্ত দান করেন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী যারা আছেন তারাও যেন সে চায়ের রক্তদান করতে এগিয়ে আসে।
এরই মধ্যে ইতিমধ্যে রক্তদান করার জন্য একটি হট লাইন নাম্বার চালু করেছেন যে নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার রক্ত দিতে পারবেন এই হট লাইন নাম্বার হল
রক্ত দানের জন্য হটলাইন নাম্বার: ০১৯৪৯০৪৩৬৯৭।
এই নাম্বারে যারা রক্ত দিতে চান তারা যোগাযোগ করতে পারেন অথবা অভিভাবক গণ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন
এবং সর্বশেষ পাওয়া খবর এই পর্যন্ত মোট ১৯ জন।