ঈদে ইন্ডিয়া ঘোরার সেরা ১০ টি জায়গা
এই ঈদে পরিবারের সবাই বা বন্ধু-বান্ধব নিয়ে ঈদের দিনে ঘুরতে যাওয়াটা আনেক আনন্দ ও মজাদায়ক তাই ঈদের দিনে ঘুরতে যাওয়ার জন্য সেরা ১০ টি জায়গা।
সেরা ১০ টি জায়গার বিবরণ নিচে দেওয়া হল
১। তাজমহল আগ্রা
তাজমহল ভারতের উত্তর আগ্রায় অবস্থিতএবং এটি একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেন। এটি একটি ভারতের ঐতিহ্যবাহী স্থান এটি বিশ্বের সপ্তম আশ্চর্যজনক তাজমহল। তাই অনেক দেশ থেকে বিভিন্ন দার্শনিক এই তাজমহল দেখার জন্য আসেন এবং এই স্থানটি দর্শন করে মুগ্ধ হন।
২। শ্রীনগর,জম্মু, কাশ্মীর
এই জাম্বু কাশিয়ানীর দ্বিতীয় অন্যতম বৃহত্তম শহর এটি হরি পর্বত ও শংকরচার্যের পাহাড় নামে পরিচিত। এখানে গহনা তৈরীর পাশাপাশি হস্তশিল্পী জন্য বিখ্যাত এখানে বিভিন্ন কারুকার্য দ্বারা বিভিন্ন ধরনের হস্তশিল্পে মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে বলে বিখ্যাত তাই বিভিন্ন দেশের পর্যটক এই হস্তশিল্পের কারিগর দেখার জন্য এখানে ভিড় করে।
৩। সুন্দরবন পশ্চিম বঙ্গ
সুন্দরবন ভারতের দুটি বরগুনা নিয়ে অবস্থিত উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ 24 পরগনা এটি বৃহৎ বড় ম্যানগ্রেট বন হিসেবে পরিচিত। সমুদ্রের নোনা পানি থাকা এখানে প্রচুর গাছ জন্মে।এটি যেন প্রাকৃতিক অপরূপ খেলা এছাড়া রয়েছে বড় ধরনের অপরূপ রয়েল বেঙ্গল টাইগার এবং নানা ধরনের গাছপালা ও পাখপাখালী যাদের কলকাকলিতে এই বনটি মেতে থাকে। এটি দেখার জন্য প্রচুর পর্যটক বিভিন্ন দেশ থেকে এখানে ভিড় জমায়
৪। নুব্রা উপত্যকা, লাদাখ
লুব্রো উপত্যকাকে ডুমুরাই বলা হয় এটি ভারতের লাদাকার একটি ঐতিহ্যবাহী স্থান তহসিল হিসেবে পরিচিত লাভ করেছে। এখানে ত্রি- সশস্ত্র উপত্যাকা তৈরি করা হয়েছে। এটি দেখার জন্য প্রচুর পর্যটক এখানে আসে।
৫। গোয়া, সমুদ্র
গোয়া সমুদ্র সৈকত একটি ঐতিহ্যবাহী স্থান। গোয়া সমুদ্রে সমুদ্রের ঢেউ ও চারিদিকের পরিবেশ খুব সুন্দর করে সেজে উঠেছে। সমুদ্র দেখা থেকে শুরু করে হোটেল রেস্তরা পরিবেশ খুবই মনোরম। এজন্যই প্রতিবছর এখানে অনেক দার্শনিক আসে। তাই এখানে ভ্রমণ করতে হলে একটু ব্যয়বহুল কিন্তু খুবই আনন্দদায়ক।
৬। দার্জিলিং
ভারতের পশ্চিমবঙ্গ শহর ও একটি পৌরসভা। এটি হিমালয় থেকে অনেক উচ্চতায় অবস্থিত। এখানে চা শিল্প খুবই বিখ্যাত এবং দার্জিলিং হিমালয় রেলের জন্য খুবই বিখ্যাত। তাই এটি দেখার জন্য অনেক পর্যটক যেখানে ভিড় করে এবং মনোরম পরিবেশে এটি উপভোগ করে
৭। সিকিম
সিকিম একটি স্থল বিশিষ্ট রাজ্য এবং প্রচুর পর্যটক আসার কেন্দ্র। সিকিম বাংলাদেশের কাছাকাছি শিলিগুড়ির করিডোরের অবস্থিত। গ্যাংটক সিকিমের রাজধানী। এখানে জলবায়ু ও জীববৈচিত্র খুবই বিচিত্রময়। কাঞ্চনজঙ্ঘা ভারতের এবং পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তাই এটি দেখার জন্য প্রচুর পর্যটক এখানে ভিড় করে।
৮। শিলং-চেরাপুঞ্জী
শিলং-চেরাপুঞ্জী ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত।এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানকার মানুষ পাহাড়ে বসত করে এবং প্রচুর কমলা লেবু গাছ আছে। এখানে আছে স্কুল মন্দির ও মিউজিয়াম।চেরিপুঞ্জে আকর্ষণীয় একটি ফসল হলো মোসমাই।এটি দেখার জন্য প্রচুর দার্শনিক এখানে ভিড় জমায়।
৯। সিমলা-কুলু-মানালি
এটি কলু জেলার বিলাস নদীর তীরে অবস্থিত। মানানি মনুর নামে নাম করন করা হয়েছে।উঁচু নিচু পাহাড় আর নদীর প্রাকৃতিক রূপ মোহিত করে দিবে। এখানে বিভিন্ন ধরনের নাটকের শুটিং ও ছবির শুটিং করার জন্য উপযুক্ত পরিবেশ এই সুখ্যতির জন্য এখানে প্রচুর পরিমাণ পর্যটকের আগমন ঘটে
১০। জয়পুর
জয়পুর ভারতের রাজধানী ও অন্যতম একটি বিশেষ শহর। এখানে বছরের প্রায় অনেক সংখ্যক কি পর্যটক ভ্রমণের জন্য আসে। এটি দ্বিতীয় জয়সিং নামে পরিচিত। এটি ভারতের দশমতম স্থান অধিকার করেছে। জয়পুর কেল্লা আমের কেল্লার পাশে অবস্থিত এজন্য এটি খুবই বিখ্যাত। এর জন্য প্রচুর দর্শনের প্রতি বছরে এখানে এর জন্য আসে