ই-পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে

ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম

ই পাসপোর্ট করতে বিভিন্ন কাগজপত্র প্রয়োজন আছে, যেগুলো একটা ও বাদ গেলে পাসপোর্ট বাতিল বলে গন্য হবে তাই সব ধরনের কাগজপএ সাথে নিয়ে যেতে হবে।

পাসপোর্ট করতে যে সমস্ত কাগজপত্র গুলো প্রয়োজন

১। জাতিয় পরিচয় পত্র (নিজ)
২।মা- বাবার জাতীয় পরিচয় পএ (মৃত প্রয়োজন নাই)
৩।ই পাসপোর্ট আবেদন সামারি
৪।পাসপোর্ট আবেদন ফর্ম
৫।পাসপোর্ট আবেদন ফি/ট্রেজারি চালান(ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে)
৬।নাগরিক সনদ পএ
৭।পেশাগত সনদের ফটোকপি
৮।পুলিশ ক্লিয়ারেন্স সঠিক প্রমাণপএ
৯।পাসপোর্ট সাইজের ছবি ৫-৬ কপি সাথে নিতে হবে

এছাড়া বয়স ভেদে কাগজপত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে।সরকারি চাকরিজীবী দের ক্ষেত্রে পাসপোর্ট ভিন্ন হয়ে থাকে। নিচে সে সম্পর্কে জেনে নেই।

আইডি কার্ড ও জন্মসনদ

পাসপোর্ট অধিদপ্তর ঘোষণা অনুযায়ী ১৮ বছরে উপরে জাতীয় পরিচয়পত্র ও ১৮ বছরে নিচে জন্মসনদ প্রয়োজন।

ই পাসপোর্ট এর সামারি

অনলাইন আবেদন করার পরে ই সামারি বা আ্যপ্লিকেশন ফর্ম পাবেন,পাসপোর্ট করতে কি কি লাগে সে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ।

পাসপোর্ট এর ফি জমা

পাসপোর্ট এর ফি জমা দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংকে চালান ফর্ম জমা দিয়ে চালানের রসিদ সংগ্রয় করে কাগজপত্রের সাথে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

নাগরিক সনদপত্র

পাসপোর্ট করার জন্য নাগরিক সনদপত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ /পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে

প্রি পুলিশ ক্লিয়ারেন্স

জরুরি পাসপোর্ট করতে হলে সুপার এক্সপ্রেস ডেলিভারি এর সরাসরি পাসপোর্ট অফিসে আবেদন করতে হবে। এটি করলে ৪-৫ দিন বা সর্বচ্চ ১০ দিন সময় লাগতে পারে।তাই ড়এটার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর রশিদ প্রয়োজন।

বাচ্চাদের পাসপোর্ট করতে যে সকল কাগজ পত্র প্রয়োজন

১।জন্ম নিবন্ধন সনদ
২।মা-বাবার এনআইডি ফটকপি
৩।এ্যাপ্লিকেশন সামারি
৪।আবেদনের কপি
৫।পাসপোর্ট এর ফি পরিষদের রশিদ
৬। ১কপি ল্যাবপ্রিন্ট কালার ছবি
৭।মা-বাবার পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
৮।নাগরিক সনদপত্র

সরকারি চাকরিজীবী দের পাসপোর্ট করতে যে সকল কাগজ পত্র প্রয়োজন।

ই পাসপোর্ট করতে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কাগজপত্র বেশি প্রদান করতে হয় যেমন:- নো অবজেকশন সার্টিফিকেট বা গভারমেন্ট অডার এবং আবসরপ্রপ্তদের জন্য পেনসন বইয়ে ফটোকপি দিতে হবে।

নো অবজেকশন সার্টিফিকেট

যদি কোন সরকারি চাকরিজীবী নিজ প্রয়োজনে পাসপোর্ট করতে হয় তাহলে বিভাগিয় অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে আবেদনের সাথে জমা দিতে হবে

গভারমেন্ট অডার

দেশের বাইরে সরকারি কাজে যেতে চাইলে গভারমেন্ট অডার আবেদনের সাথে জমা দিতে হবে

বয়সভেদে পাসপোর্ট করতে যে সকল কাগজপত্র প্রয়োজন

ই পাসপোর্ট করতে বয়স ভেদে বিভিন্ন পার্থক্য রয়েছে নিচে সে সম্পর্কে ব্যাখ্য করা হলো

৬ বছরে কম হলে যে সব কাগজ প্রয়োজন

১।মা-বাবার এনআইডি কার্ডের মূলকপি ও ফটোকপি
২।১ কপি ল্যাবপ্রিন্ট কালার ছবি
৩।১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৪।মা- বাবার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৫।নাগরিক সনদপত্র

৬-১৫ বছর বয়স হলে

১। মা-বাবার এনআইডি কার্ডের মূলকপি ও ফটোকপি
২।জন্ম সনদ ( ইংরেজি ও বাংলা)
৩।মা- বাবার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৪।নাগরিক সনদপত্র

১৫-১৮ বছর বয়স হলে

১।মা-বাবার এনআইডি কার্ডের মূলকপি ও ফটোকপি
২।জন্ম সনদ ( ইংরেজি ও বাংলা)
৩।মূল সার্টিফিকেট এর ফটোকপি

১। নিজ এনআইডি কার্ড
২।।মা-বাবার এনআইডি কার্ডের ফটোকপি
৩।মূল সার্টিফিকেট এর ফটোকপি
৪।নাগরিক সনদপত্র
৫।পাসপোর্ট আবেদনের সামারি
৬।পাসপোর্ট আবেদনে ফর্ম
৭।ব্যাংক থেকে কাটা চালান কপি
৮।পেশাগত সনদ

১৮ বছরের উপরে এনআইডি হয় নাই এমন হলে

১৮ বছরে যদি আইডি কার্ড না হয় তা হরে জন্মসনদ দিয়ে করতে পারবেন।

পুরাতন পাসপোর্ট রিনিউ করার নিয়ম

১।চেয়ারম্যান কতৃক প্রদত্ত নাগরিক সনদপত্রে
২।১ কপি কারেন্টের বিলের কাগজ
৩।থানায় জিডি করতে হবে এবং জিডির কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।সংযুক্ত কপিও আবেদন ফর্ম নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *