xAI কর্মীদের কাজের বিস্তারিত সারাংশ চেয়ে কঠোর নির্দেশ দিয়েছেন ইলন মাস্ক। মঙ্গলবার পাঠানো এক ইমেইলে তিনি ৪৮ ঘণ্টার মধ্যে এক পৃষ্ঠার রিপোর্ট জমা দিতে বলেছেন, যেখানে বিগত চার সপ্তাহের অর্জন ও আগামী চার সপ্তাহের পরিকল্পনা উল্লেখ করতে হবে।
৪৮ ঘণ্টার সময়সীমা
সিএনএন প্রাপ্ত ইমেইল অনুযায়ী, মাস্ক মঙ্গলবার বিকেলে কর্মীদের উদ্দেশে লিখেছেন:
“গত চার সপ্তাহে কী অর্জন করেছেন এবং আগামী চার সপ্তাহে কী করতে যাচ্ছেন তার এক পৃষ্ঠার সারাংশ পাঠান। বৃহস্পতিবার দুপুরের মধ্যে জমা দিতে হবে।”
এই নির্দেশনার ঠিক এক দিন পর বুধবার তিন ঘণ্টার এক সর্বজনীন বৈঠক (all-hands meeting) ডাকার কথাও জানানো হয়েছে।
কর্মী মূল্যায়নে পরিচিত কৌশল
মাস্কের অন্যান্য প্রতিষ্ঠানেও এ ধরনের উৎপাদনশীলতা পর্যালোচনার নজির রয়েছে। ২০২৪ সালের আগস্টে তিনি এক্স (সাবেক টুইটার) কর্মীদের কাছ থেকে মাসিক ও বাৎসরিক অবদানের সারাংশ চেয়েছিলেন, যা শেয়ার ও স্টক অপশনের সঙ্গে সম্পর্কিত ছিল।
আরো পড়ুন: আইফোন ১৭ উন্মোচনে বিশ্বজুড়ে মধ্যরাতের উন্মাদনা
এর আগেও সরকারি এক পরামর্শক ভূমিকায় থাকাকালে ফেডারেল কর্মীদের কাছ থেকে সাপ্তাহিক কাজের তালিকা দাবি করেছিলেন তিনি। এমনকি টুইটার অধিগ্রহণের পর ডেভেলপারদের প্রিন্ট আউট করা কোড দেখাতে বলেছিলেন, পরে আবার সেগুলো নষ্ট করতে নির্দেশ দিয়েছিলেন।
xAI-তে অস্থির সময়
নতুন নির্দেশনা এসেছে xAI-তে চলমান অস্থিরতার সময়। গত সপ্তাহে বিজনেস ইনসাইডার জানিয়েছিল, কোম্পানির ডেটা অ্যানোটেশন টিম থেকে ৫০০-রও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। এ টিম গ্রক (Grok) এআই চ্যাটবটের প্রশিক্ষণ, প্রতিক্রিয়া মূল্যায়ন ও কনটেন্ট লেবেলিংয়ের কাজ করত।
যদিও সোমবার এক বৈঠকে নেতৃত্ব জানিয়েছিল ছাঁটাই শেষ, কয়েক ঘণ্টার মধ্যেই আবার নতুন করে কর্মী ছাঁটাই হয়।
অন্যদিকে, xAI বিশেষায়িত এআই টিউটর নিয়োগের ঘোষণা দিয়েছে। গণিত, অর্থনীতি, চিকিৎসা, এমনকি “মিমস ও শিরোনাম বিশ্লেষণ”–এর মতো ক্ষেত্রেও বিশেষজ্ঞ নেওয়া হবে। এসব পদের বেতন ঘণ্টায় ৪৫ থেকে ১০০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের হার থেকে বেড়েছে।
বারবার কর্মীদের উৎপাদনশীলতার প্রমাণ চাওয়ার অভ্যাসে অটল ইলন মাস্ক। তবে xAI-তে ছাঁটাই ও নতুন নিয়োগ একইসঙ্গে চলতে থাকায় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। আগামী দিনের বৈঠকগুলো কোম্পানির ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে।