Wednesday, September 17, 2025
Homeইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ নিয়ে টেসলার চেয়ার: ‘বিতর্কটা কিছুটা...

ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ নিয়ে টেসলার চেয়ার: ‘বিতর্কটা কিছুটা অদ্ভুত’

মাস্কের ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজকে ঘিরে বিতর্ক তুঙ্গে। টেসলার বোর্ড চেয়ার রবিন ডেনহলম জানালেন, এই প্রস্তাব শুধু অর্থ নয়, বরং ভবিষ্যৎ পারফরম্যান্স আর ভোটিং ক্ষমতার সঙ্গে সম্পর্কিত।

টেসলার ইতিহাসগড়া বেতন প্রস্তাব

আগামী নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা ভোট দেবেন সিইও ইলন মাস্কের জন্য প্রস্তাবিত ১০ বছরের ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ প্যাকেজে। এটি অনুমোদিত হলে কর্পোরেট ইতিহাসে এটিই হবে সবচেয়ে বড় বেতন প্রস্তাব।

আরো পড়ুন: পানির নিচে টানা ২৯ মিনিট! ভিতোমির মারিচিচের বিশ্বরেকর্ড

টেসলার বোর্ড চেয়ার রবিন ডেনহলম সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মাস্ককে এই প্যাকেজ দিয়ে উৎসাহিত করা হচ্ছে “অসাধারণ চ্যালেঞ্জ” মোকাবিলার জন্য। তার দাবি, মাস্কের মূল আগ্রহ অতিরিক্ত সম্পদ নয়, বরং কোম্পানিতে বাড়তি ভোটিং ক্ষমতা অর্জন।

“এটি শুধু ডলার নিয়ে নয়, বরং প্রভাব নিয়ে,” বলেন ডেনহলম। তবে সাক্ষাৎকারে তাকে কিছুটা অস্বস্তিকরও মনে হয়েছে বলে উল্লেখ করেছে পত্রিকাটি।

লাভ-ক্ষতির মাঝেই ভবিষ্যতের লক্ষ্য

বর্তমানে টেসলার মুনাফা ও গাড়ি বিক্রি কমলেও ডেনহলম মনে করেন, এই প্যাকেজ ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “এটি অতীতের পারফরম্যান্স নয়। লক্ষ্য পূরণ করতে না পারলে তিনি কিছুই পাবেন না।”

আরো পড়ুন: পাকিস্তানে তেহরিক-ই-তালেবানকে নিয়ে সামরিক সংঘর্ষে ১২ সেনা নিহত

অন্যদিকে সমালোচকরা বলছেন, আর্থিক চাপ ও বিক্রির পতনের সময় এত বিশাল প্যাকেজ প্রস্তাব করা অস্বাভাবিক। তবে টেসলা বোর্ড দৃঢ়ভাবে জানিয়েছে, মাস্কের নেতৃত্বেই কোম্পানির দীর্ঘমেয়াদি সাফল্যের রূপরেখা নির্ভর করছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ