মাইক্রোসফটের কিছু কর্মীর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ইলন মাস্ক। চার্লি কার্কের মৃত্যুর পর ব্লিজার্ডের কয়েকজন ডেভেলপারের সমালোচনামূলক পোস্ট ঘিরে মাস্ক সরাসরি মাইক্রোসফট সিইও সত্য নাদেলাকে জবাব দিতে বলেছেন। এই প্রসঙ্গ ঘিরে প্রযুক্তি দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
মাস্ক এক্সে (পূর্বে টুইটার) একটি থ্রেড উদ্ধৃত করে লিখেছেন, “এরা মাইক্রোসফটের কর্মী। কী হচ্ছে এখানে, @satyanadella?” ওই থ্রেডে কর্মীদের নাম ও পোস্টের স্ক্রিনশট প্রকাশ করা হয়।
চার্লি কার্ক বিতর্কে উত্তপ্ত এক্স
চার্লি কার্কের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের পক্ষ থেকে সমালোচনাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। কংগ্রেসম্যান ক্লে হিগিনস বলেছেন, যেসব ব্যক্তি সামাজিক মাধ্যমে কার্কের মৃত্যু নিয়ে বিদ্রূপ করেছেন বা হত্যাকাণ্ডকে খাটো করে দেখিয়েছেন, তাদের আজীবন নিষিদ্ধ করতে কংগ্রেসের প্রভাব ব্যবহার করবেন তিনি।
আরো পড়ুন: আজকের রাশিফল ১৩ সেপ্টেম্বর ২০২৫: জেনে নিন আপনার ভাগ্যফল
এদিকে প্রাক্তন ব্লিজার্ড ডেভেলপার মার্ক কার্ন (যিনি অনলাইনে ‘গ্রুম্জ’ নামে পরিচিত) দাবি করেছেন, ব্লিজার্ডের কয়েকজন কর্মী এক্সে চার্লি কার্ককে নিয়ে কটূক্তি করেছেন। তার সেই পোস্টই উদ্ধৃত করে মাস্ক নাদেলার কাছে প্রশ্ন তোলেন।
মাইক্রোসফটের প্রতিক্রিয়া
বিতর্কে সরাসরি মাস্ককে উত্তর না দিলেও মাইক্রোসফটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, “সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে আমাদের অল্প কিছু কর্মীর ব্যক্তিগত মতামত আমরা লক্ষ্য করেছি। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। কারও প্রতি সহিংসতা সমর্থন করা আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
যদিও মাস্কের শেয়ার করা স্ক্রিনশটগুলোতে সহিংসতা সমর্থনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে এ নিয়ে এখনও সত্য নাদেলা নিজে কোনো মন্তব্য করেননি।
চার্লি কার্কের মৃত্যু পরবর্তী সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া এখন বড় বিতর্কে রূপ নিয়েছে। একদিকে রিপাবলিকানদের চাপ, অন্যদিকে ইলন মাস্কের প্রকাশ্য প্রশ্ন—সব মিলিয়ে মাইক্রোসফটের ওপর নজর পড়েছে বিশ্বজুড়ে। এখন দেখার বিষয়, সত্য নাদেলা কীভাবে এই জটিল পরিস্থিতি সামাল দেন।